• ঢাকা বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১
logo

কলেজছাত্রীর আত্মহত্যা চেষ্টা, ৯৯৯ নম্বরে ফোনকলে উদ্ধার

আরটিভি নিউজ

  ০৮ ডিসেম্বর ২০২৪, ১৯:০৬
ফাইল ছবি

বরিশালে ঘরের দরজা বন্ধ করে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করা এক কলেজছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (৭ ডিসেম্বর) রাতে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন পেয়ে ঘরের দরজা ভেঙে ওই তরণীকে উদ্ধার করা হয়।

৯৯৯-এর গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার জানান, রিশালের কাউনিয়া থানাধীন ৪ নম্বর ওয়ার্ডের ব্রাঞ্চ রোড থেকে শনিবার রাতে একজন ৯৯৯-এ নম্বরে ফোন করে জানান, সেখানে এক কলেজছাত্রী ঘরের দরজা বন্ধ করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করছে। তারা দরজা ভাঙার চেষ্টা করে ব্যর্থ হয়েছেন। এ অবস্থায় কলার দ্রুত পুলিশি সহায়তার অনুরোধ জানান। কলটি রিসিভ করেছিলেন ৯৯৯ কলটেকার কন্সটেবল বেলাল।

৯৯৯ থেকে সংবাদ পেয়ে কাউনিয়া থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘরের দরজা ভেঙে তরুণীকে উদ্ধার করে পুলিশের টহল গাড়িতে করে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করে। শেষ খবর পাওয়া পর্যন্ত তরুণী চিকিৎসাধীন এবং আশংকামুক্ত।

প্রাথমিকভাবে জানা যায়, পারিবারিক বিভিন্ন কারণে হতাশাগ্রস্ত হয়ে ওই কলেজছাত্রী আত্মহত্যার চেষ্টা করেছিল। কাউনিয়া থানা পুলিশ দলের নেতৃত্বে থাকা এসআই ইব্রাহীম বিষয়টি নিশ্চিত করেছেন।

আরটিভি/আরএ-টি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নরসিংদীতে চিরকুট লিখে কলেজছাত্রের আত্মহত্যা
সন্তানসহ ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে মায়ের আত্মহত্যা
পাথরঘাটায় স্কুলছাত্রীর আত্মহত্যা 
স্ত্রীর পরকীয়ায় প্রাণ গেল স্বামীর