সীমান্তে যেকোনো অপতৎপরতা রুখতে বিজিবিকে নির্দেশ
সীমান্তে শক্তি জোরদারের পাশাপাশি যেকোনো অপতৎপরতা রুখতে বর্ডার গার্ড বাংলাদেশকে (বিজিবি) নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
রোববার (৮ ডিসেম্বর) সন্ধ্যায় জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারকে বিজিবির সহায়তা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সীমান্তের কোনো ধরনের উত্তেজনায় ছাড় দেওয়া হবে না। যেকোনো ধরনের পরিস্থিতি মোকাবিলায় তাদের প্রস্তুত থাকতে বলা হয়েছে।
কোনো উসকানি প্রতিহত করা হবে জানিয়ে তিনি বলেন, সীমান্তে সবসময় প্রস্তুত থাকবে বিজিবি। তবে সীমান্তে সে ধরনের বড় কোনো উত্তেজনা এখন নেই।
জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, বিজিবি আমাদের ফ্রন্টলাইন ডিফেন্স। কোনোভাবে দেশ আক্রান্ত হলে বিজিবির সৈনিকরা প্রতিরোধ করবে। পাশাপাশি তারা শত্রুদের মোকাবিলা করে এগিয়ে যাবে। তবে যেকোনো বাহিনীর শক্তি বাড়াতে বাজেট একটি বড় বিষয়।
সীমান্তবর্তী বাংলাদেশি নাগরিকদের উদ্বেগের কারণ নেই জানিয়ে তিনি বলেন, সীমান্তবর্তী নাগরিকরা সম্পূর্ণ নিরাপদ। নিরাপত্তা নিশ্চিতে আমরা সবসময় প্রস্তুত।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া ছাত্র-জনতার আন্দোলনে সারাদেশে বিজিবি অত্যন্ত সহনশীল, মানবিক ও দায়িত্বশীল ভূমিকা পালন করেছে। ৫ আগস্ট পরবর্তী সময়ে আইনশৃঙ্খলা রক্ষায় বিজিবি আগের চেয়ে সাহসী ভূমিকা পালন করে যাচ্ছে।
আরটিভি/আরএ-টি
মন্তব্য করুন