ফেনীতে বন্যায় ক্ষতিগ্রস্ত শিক্ষাপ্রতিষ্ঠান ও উপাসনালয়ে নৌবাহিনীর সহায়তা

আরটিভি নিউজ

রোববার, ০৮ ডিসেম্বর ২০২৪ , ০৯:১৩ পিএম


ফেনীতে বন্যায় ক্ষতিগ্রস্ত শিক্ষাপ্রতিষ্ঠান ও উপাসনালয়ে নৌবাহিনীর সহায়তা
ছবি: সংগৃহীত

বাংলাদেশ নৌবাহিনী পরিবার কল্যাণ সংঘের উদ্যোগে ও নৌবাহিনীর তত্ত্বাবধানে ফেনীতে বন্যায় ক্ষতিগ্রস্ত শিক্ষাপ্রতিষ্ঠান ও উপাসনালয়ে প্রয়োজনীয় বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়েছে।

বিজ্ঞাপন

রোববার (৮ ডিসেম্বর) ফেনী সদর উপজেলার মরহুম খাইরুল আনোয়ার পেয়ারু জিমনেসিয়ামে এ সহায়তা প্রদান করা হয়।

বানৌজা ঈসা খান ঘাঁটির অধিনায়ক কমোডর মোস্তফা জিল্লুর রহিম খান উপস্থিত থেকে বন্যায় ক্ষতিগ্রস্ত চারটি স্কুল, একটি কলেজ, ১১টি মাদরাসা, সাতটি মসজিদ, চারটি এতিমখানা এবং ১২টি মন্দিরের প্রতিনিধিদের নিকট বিভিন্ন ব্যবহার সামগ্রী হস্তান্তর করেন। 

বিজ্ঞাপন

উপকরণ সামগ্রীর মধ্যে রয়েছে পানির মটর, আইপিএস, কম্পিউটার, গ্যাসের চুলা, ক্যামেরাসহ সিসি টিভি, প্যানেল সেট, সোলার প্যানেল, বৈদ্যুতিক ফ্যান, ওয়াটার ফিল্টার, ব্রেঞ্চ (ছোট ও বড়), বুক সেলফ, টেবিল, চেয়ার, মাইক ও সাউন্ড সিস্টেম, নামাজের ম্যাট ও কার্পেট, কোরআন শরিফ, মসজিদ ও মাদরাসার কিতাব, ডিজিটাল ঘড়ি, ঢাক-ঢোল, হারমোনিয়াম, মাদল ছাড়াও মন্দিরের বিভিন্ন ব্যবহার সামগ্রী। 

সহায়তা প্রদানের সময় নৌবাহিনীর পদস্থ কর্মকর্তারা, স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

গত আগস্টে ফেনী জেলায় আকস্মিক বন্যায় উদ্ধার, চিকিৎসা ও ত্রাণ সহায়তা প্রদান এবং পুনর্বাসন কার্যক্রম গ্রহণ করে নৌবাহিনী। এরই ধারাবাহিকতায় ফেনীতে আজ সহায়তা প্রদান করা হয়।

বিজ্ঞাপন

উল্লেখ্য, সাম্প্রতিক দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের ভয়াবহ বন্যায় নৌবাহিনী জরুরিভিত্তিতে উদ্ধার কার্যক্রমের পাশাপাশি মেডিকেল টিম ও ৩৫ শয্যার ফিল্ড হসপিটাল স্থাপনের মাধ্যমে চিকিৎসা সেবা এবং ঔষধ সামগ্রী প্রদান করে। সে সময় বাংলাদেশ নৌবাহিনী পরিবার কল্যাণ সংঘ ও নৌবাহিনীর সহায়তায় বন্যা কবলিত মানুষের মাঝে বিপুল পরিমাণ খাদ্য, বিশুদ্ধ পানি ও পোশাক সামগ্রী বিতরণ করা হয়।

আরটিভি/আরএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission