• ঢাকা বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১
logo

সাবেক সচিব শাহ কামাল ২ দিনের রিমান্ডে

আরটিভি নিউজ

  ০৯ ডিসেম্বর ২০২৪, ১১:০৫
সাবেক সচিব শাহ কামাল ২ দিনের রিমান্ডে
ফাইল ছবি

হত্যা মামলায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সাবেক জ্যেষ্ঠ সচিব শাহ কামালকে ২ দিনের রিমান্ড দিয়েছেন আদালত।

সোমবার (৯ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সেফাতুল্লাহ এ আদেশ দেন।

এর আগে, এদিন আসামিকে কারাগার থেকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। এ সময় আসামি পক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন চেয়ে আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত আসামিরে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

রাজধানীর মোহাম্মদপুরে গত ১৮ আগস্ট শাহ কামালের বাসায় অভিযান চালিয়ে ৩ কোটি টাকা এবং বৈদেশিক মুদ্রা উদ্ধার করা হয়। পরদিন রাতে মহাখালী থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গত বছরের ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশে হামলা চালানো হয়। হামলায় যুবদল নেতা শামীম নিহত হন। এ ঘটনায় গত ২৪ সেপ্টেম্বর রাজধানীর পল্টন থানায় মামলাটি করা হয়। এতে শাহ কামালকে আসামি করা হয়েছে।

উল্লেখ্য, ২০১৫ থেকে ২০২০ সাল পর্যন্ত সচিব ও পরে জ্যেষ্ঠ সচিব হিসেবে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রাণালয়ে কাজ করেছেন শাহ কামাল। ২০২০ সালের ২৯ জুন সরকারি চাকরি থেকে তিনি অবসর গ্রহণ করেন।

আরটিভি/আরএ-টি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তিন হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
হত্যা মামলায় গ্রেপ্তার সেই ‘সি ইউ নট ফর মাইন্ড’ খ্যাত শ্যামল
হত্যা মামলায় সাবেক কাউন্সিলর গ্রেপ্তার
গণহত্যার দায়ে আদালতই শেখ হাসিনাকে দেশে আনবে: আমান