• ঢাকা শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১
logo

রোহিঙ্গা সহায়তায় ডব্লিউএফপির প্রশংসা পররাষ্ট্র উপদেষ্টার

আরটিভি নিউজ

  ১০ ডিসেম্বর ২০২৪, ০০:০৫
সংগৃহীত ছবি

বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) কর্তৃক রোহিঙ্গা জনগোষ্ঠীকে সহায়তার প্রশংসা করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। সেই সঙ্গে সংস্থার মানবিক, পুষ্টি, ও দুর্যোগ মোকাবিলা কার্যক্রমে সহায়তায় সরকারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন তিনি।

সোমবার (৯ ডিসেম্বর) পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন ডব্লিউএফপির প্রতিনিধি ডমেনিকো স্কাল্পেলি। এ সময় এই প্রতিশ্রুতি দেন উপদেষ্টা।

বৈঠকে স্কাল্পেলি ডব্লিউএফপি কার্যক্রম সুগম করতে অব্যাহত সহায়তার জন্য বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানান ডমেনিকো স্কাল্পেলি।

তিনি রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য খাদ্য ও পুষ্টি সহায়তা, বাংলাদেশে চালের পুষ্টিগুণ সমৃদ্ধকরণ, মা ও শিশু সুবিধা কর্মসূচিতে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সঙ্গে সহযোগিতা, খাদ্য নিরাপত্তা, অপুষ্টি সমস্যা ও দুর্যোগ মোকাবিলা ও ব্যবস্থাপনা পদক্ষেপ এবং স্কুলে খাবার প্রকল্পসহ ডব্লিউএফপির গুরুত্বপূর্ণ উদ্যোগগুলো তুলে ধরেন।

আরটিভি/এসএপি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নির্বাচন অফিসে তথ্য নিতে এসে রোহিঙ্গা নাগরিক আটক
চলতি মাসেই চীন সফরে যাচ্ছেন পররাষ্ট্র উপদেষ্টা
সীমান্ত শান্ত থাকলেও অনুপ্রবেশের আশঙ্কা, ৩৬ রোহিঙ্গা ফেরত
বঙ্গোপসাগর পাড়ি দিয়ে ৩৬ রোহিঙ্গা বাংলাদেশে, হেফাজতে নিলো বিজিবি