• ঢাকা শনিবার, ২৫ জানুয়ারি ২০২৫, ১১ মাঘ ১৪৩১
logo

কয়েক ঘণ্টা পর দুই নৌপথে ফেরি চলাচল স্বাভাবিক 

আরটিভি নিউজ

  ১২ ডিসেম্বর ২০২৪, ১১:৪৩
ছবি: সংগৃহীত

ঘন কুয়াশার কারণে বন্ধ থাকার পর দুই নৌপথ রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া এবং মানিকগঞ্জের আরিচা ও পাবনার কাজিরহাট রুটে ফেরি ও নৌযান চলাচল স্বাভাবিক হয়েছে।

প্রায় সাত ঘণ্টা বন্ধের পর বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকাল সোয়া ১০টা থেকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল শুরু হয়েছে। অন্যদিকে আরিচা ও কাজিরহাট নৌপথেও দীর্ঘ ১০ ঘণ্টা পর সকাল ১০টা থেকে ফেরি চলাচল শুরু হয়েছে।

এর আগে, বুধবার (১১ ডিসেম্বর) রাত ৩টা থেকে দৌলতদিয়া-পাটুরিয়া এবং রাত পৌনে ১২টা থেকে আরিচা-কাজিরহাট নৌপথে ফেরিসহ অন্য নৌযান চলাচল বন্ধ হয়ে যায়। পারাপার ব্যাহত হওয়ায় শীতে দুর্ভোগে পড়েন চালকসহ সংশ্লিষ্ট যাত্রীরা।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয় জানায়, গতকাল রাত ৩টার দিকে ভারী কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ফেরি চলাচল বন্ধ করা হয়। এর আগে উভয় ঘাট থেকে ছেড়ে আসা রো রো (বড়) ফেরি শাহ পরান ও এনায়েতপুরী মাঝনদীতে ঘন কুয়াশার কবলে দিক হারিয়ে ফেলে। পরে বাধ্য হয়ে এটিকে মাঝনদীতে নোঙর করে রাখা হয়। নদীতে ফেরি আটকে যাওয়ার খবরে উভয় ঘাট থেকে আর কোনো ফেরি ছেড়ে যায়নি। এ সময় দৌলতদিয়া প্রান্তে রো রো (বড়) ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর, ভাষাশহীদ বরকত, ভাষাসৈনিক গোলাম মাওলা, কে–টাইপ (মাঝারি) ফেরি কুমিল্লা, বাইগার ও কে–টাইপ (ছোট) ফেরি হাসনা হেনা যানবাহন লোড করে নোঙরে রাখা হয়।

কুয়াশায় ফেরি চলাচল বন্ধ থাকায় ঢাকা-খুলনা মহাসড়কের রাজবাড়ীর দৌলতদিয়া প্রান্তে ফেরিঘাট সড়কে যাত্রীবাহী বাসসহ শতাধিক ঢাকাগামী যানবাহন নদী পারাপারের অপেক্ষায় থাকতে বাধ্য হয়। একইভাবে ঢাকা-আরিচা মহাসড়কেও দক্ষিণ-পশ্চিমাঞ্চলগামী বেশ কিছু যানবাহনকে অপেক্ষায় থাকতে দেখা গেছে।

বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের উপমহাব্যবস্থাপক নাসির মোহাম্মদ চৌধুরী জানান, কুয়াশায় টানা তিন দিন ধরে গুরুত্বপূর্ণ দুই নৌপথে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। কুয়াশা কেটে যাওয়ায় ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।

আরটিভি/এমএ/এআর

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আরিচা-কাজিরহাট ও পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটের ফেরি চলাচল শুরু
৮ ঘণ্টা পর শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল শুরু
শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল বন্ধ
ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ