ভারতে আটক নাবিকদের ফেরাতে আলোচনা চলছে: পররাষ্ট্রসচিব

আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪ , ১১:৫৫ পিএম


ভারতে আটক নাবিকদের ফেরাতে আলোচনা চলছে: পররাষ্ট্রসচিব
পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিন | ছবি: সংগৃহীত

ভারতের সঙ্গে আলোচনার মাধ্যমে শিগগির ৭৮ নাবিককে ফিরিয়ে আনা হবে বলে জানিয়ে পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিন বলেছেন,  আমাদের যারা ভারতীয় কর্তৃপক্ষের হাতে আছেন, তাদের ফেরানোর বিষয়ে আলাপ-আলোচনা চলছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা জানান। 

পূর্ব তিমুরের প্রেসিডেন্ট হোসে রামোস হোর্তার আসন্ন সফর নিয়ে এই ব্রিফিংয়ের আয়োজন করা হয়। প্রায় এক দশক পর আগামী ১৫ ডিসেম্বর পূর্ব তিমুরের প্রেসিডেন্ট জোসে রামোস হোর্তা ঢাকায় আসছেন।

বিজ্ঞাপন

ভারতে আটক ৭৮ নাবিককে ফেরাতে সরকারের উদ্যোগ নিয়ে পররাষ্ট্রসচিব বলেন, আমাদের প্রত্যাশা, আলাপ-আলোচনার মাধ্যমে আমরা শিগগির তাদের দেশে ফিরিয়ে আনতে পারব। এরই মধ্যে এ ঘটনায় আনুষ্ঠানিকভাবে ভারতের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।

ভারতের সংসদে দেশটির পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি বক্তব্যের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে জসীম উদ্দিন বলেন, বাংলাদেশের প্রাক্তণ প্রধানমন্ত্রী প্রসঙ্গে ভারতের পররাষ্ট্রসচিবকে আমাদের পক্ষ থেকে বলেছি, তিনি ভারতে বসে যে বক্তব্য দিচ্ছেন সেটি আমাদের অন্তর্বর্তী সরকার পছন্দ করছে না। এটি যাতে তাকে অবহিত করা হয়। এর প্রত্যুত্তর তিনি ভারতে ফিরে গিয়েও দিয়েছেন। 
 
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার প্রসঙ্গে জসীম বলেন, এটি আন্তঃমন্ত্রণালয়ের বিষয় এবং রাজনৈতিক সিদ্ধান্তেরও বিষয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ে যখন এই অনুরোধ আসবে, তখন আমরা পরবর্তী প্রক্রিয়া ‍শুরু হবে। 

মিয়ানমার প্রসঙ্গে আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, মিয়ানমারের বর্তমান পরিস্থিতির ওপর আমরা নজর রাখছি। 

বিজ্ঞাপন

প্রসঙ্গত, খুলনার হিরণ পয়েন্ট এলাকায় ভারতের জলসীমার কাছ থেকে গত সোমবার দুপুরে এফভি মেঘনা-৫ ও এফভি লায়লা-২ নামের মাছ ধরার দুটি জাহাজ ৭৮ নাবিকসহ ধরে নিয়ে যায় ভারতের কোস্টগার্ড। ওই দুই নৌযানে জেলে ও নাবিক মিলিয়ে মেঘনায় ৩৭ জন এবং লায়লায় ৪১ জন ছিলেন। 

আরটিভি/কেএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission