• ঢাকা শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ৬ পৌষ ১৪৩১
logo

সকাল ৯টার মধ্যে হাজিরা না দিলে শাস্তি পেতে হবে ওয়াসায় কর্মরতদের

আরটিভি নিউজ

  ১৩ ডিসেম্বর ২০২৪, ১৯:৫২
সকাল ৯টার মধ্যে হাজিরা না দিলে শাস্তি পেতে হবে ওয়াসায় কর্মরতদের
ফাইল ছবি

এখন থেকে সকাল ৯টার মধ্যে স্ব স্ব কর্মস্থলে হাজির হওয়ার জন্য কড়া নির্দেশনা দেওয়া হয়েছে ঢাকা ওয়াসায় কর্মরত সব কর্মকর্তা-কর্মচারীকে। তাদের এই হাজিরা গণনা করা হবে ডিজিটাল বা বায়োমেট্রিক পদ্ধতিতে।

নতুন নির্দেশনা অনুযায়ী, যে কর্মকর্তা বা কর্মচারী উল্লিখিত সময়ের মধ্যে ডিজিটাল হাজিরা নিশ্চিতে ব্যর্থ হবেন, তাকে অনুপস্থিত হিসেবে গণ্য করা হবে। পাশাপাশি আইন অনুযায়ী শাস্তির মুখোমুখিও হতে হবে তাকে।

শুক্রবার (১৩ ডিসেম্বর) ঢাকা ওয়াসা সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে প্রতিষ্ঠানটির সচিব মশিউর রহমান খান একটি অফিস আদেশের মাধ্যমে এ নির্দেশনা জারি করেছেন।

সচিব মশিউর রহমান খান জানিয়েছেন, ঢাকা ওয়াসার সব কর্মকর্তা-কর্মচারীকে স্ব স্ব কর্মস্থলে সকাল ৯টার মধ্যে ডিজিটাল, বায়োমেট্রিক টাইম অ্যাটেনডেন্ট ডিভাইস সিস্টেমে প্রবেশ ও বাহিরের সময় আবশ্যিকভাবে হাজিরা প্রদান করতে হবে। অন্যথায় তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে ঢাকা ওয়াসা।

তিনি আরও জানান, ডিজিটাল, বায়োমেট্রিক হাজিরার ভিত্তিতে কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা এবং অন্যান্য সুবিধা প্রদান করা হবে।

আরটিভি/এসএইচএম

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
স্ট্যাম্পে লাথি মারায় কঠিন শাস্তি পেলেন ক্লাসেন
সহপাঠী নিহতের ঘটনায় সর্বোচ্চ শাস্তিসহ ৫ দফা দাবি বুয়েট শিক্ষার্থীদের
মোটরযান চলাচল নিয়ে কঠোর নির্দেশনা, না মানলেই শাস্তি
বাংলাদেশ ম্যাচে ‘আপত্তিকর ভাষা’ ব্যবহারে কঠিন শাস্তি পেলেন জোসেফ