ডেঙ্গু সচেতনতা ও প্রতিরোধে রেড ক্রিসেন্টের ২ মাসের কর্মসূচি
সারাদেশে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পাওয়ায় ডেঙ্গু সচেতনতা ও প্রতিরোধে দুই মাসব্যাপী বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। এ কর্মসূচির আওতায় ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা ও সিলেট সিটি কর্পোরেশনের বিভিন্ন এলাকায় মশক নিধন কার্যক্রম, সচেতনতামূলক লিফলেট বিতরণ এবং স্থানীয় জনগণকে ডেঙ্গু প্রতিরোধে করণীয় সম্পর্কে অবহিত করা হবে।
একই সাথে সিটি কর্পোরেশনের বিভিন্ন ওয়ার্ড পরিস্কার-পরিচ্ছন্নতার উদ্যোগও গ্রহণ করা হয়েছে। এই কর্মসূচির আওতায় স্বাস্থ্য অধিদপ্তরকে বেশকিছু চিকিৎসা সামগ্রী যেমন হেমাটোক্রিট ও বেডসাইড আলট্রাসোনোগ্রাম মেশিন প্রদান করা হবে। এছাড়াও ঢাকা দক্ষিণ ও রাজশাহী সিটি কর্পোরেশনের বিভিন্ন হাসপাতালে প্রায় ৮০ হাজারের মত ডেঙ্গু টেস্টিং কিট এবং ঢাকা, রাজশাহী ও সিলেট সিটি কর্পোরেশনের বিভিন্ন হাসপাতালে ৩০ হাজার সাধারণ স্যালাইন ও ৬ হাজার কলেরা স্যালাইন প্র্র্রদান করা হবে। এই কর্মসূচিতে ডেঙ্গু প্রতিরোধে জনগণকে সচেতন করার পাশাপাশি ডেঙ্গু মোকাবিলায় জনসচেতনতা বাড়ানো এবং মশার প্রজননস্থল ধ্বংস করার ওপর গুরুত্ব দেওয়া হবে।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ডক্টর জামিল আহমেদ গত বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সোসাইটির জাতীয় সদর দপ্তরের কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এবং স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে ৪০ জন যুব স্বেচ্ছাসেবকের অংশগ্রহণে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। উদ্যোগের মূল উদ্দেশ্য ছিল ডেঙ্গুর বাহক এডিস মশার বংশ বিস্তার রোধে করণীয় সম্পর্কে সকলকে সচেতন করা এবং রেড ক্রিসেন্ট জাতীয় সদরদপ্তর প্রাঙ্গণসহ এর আশপাশের এলাকা থেকে মশা জন্মানোর উপযোগী স্থানসমূহ অপসারণ করা।
ডেঙ্গুর ভয়াবহতা ঠেকাতে গৃহীত এ উদ্যোগে নিয়ে সোসাইটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ডেঙ্গু একটি মারাত্মক জনস্বাস্থ্য সমস্যা, যা সঠিক প্রতিরোধ ও জনসচেতনতার মাধ্যমে নিয়ন্ত্রণ করা সম্ভব। ডেঙ্গু প্রতিরোধে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি জনগণকে সচেতন করতে এবং তাদের পাশে থাকতে প্রতিশ্রুতিবদ্ধ। মাসব্যাপী কর্মসূচির মাধ্যমে আমরা ডেঙ্গুর প্রকোপ কমাতে এবং সমাজের সর্বস্তরে এর প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখতে চাই। আমি সবাইকে আহ্বান জানাই, ডেঙ্গু প্রতিরোধে আমাদের এই প্রচেষ্টায় এগিয়ে আসুন এবং সচেতন থাকুন।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির স্বাস্থ্য বিভাগের আয়োজনে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সোসাইটির ব্যবস্থাপনা পর্ষদের সম্মানিত সদস্যবৃন্দ, ভারপ্রাপ্ত মহাসচিব সুলতান আহমেদ, সকল বিভাগের পরিচালকবৃন্দ, দক্ষিণ সিটি কর্পোরেশন স্বাস্থ্য কর্মকর্তা ডা. নূর হোসেন। কর্মসূচিতে উপস্থিত সকলে ডেঙ্গু প্রতিরোধে ব্যক্তিগত সচেতনতা, নিয়মিত পানি জমতে না দেওয়া, ফুলের টব, পরিত্যক্ত টায়ার, এবং অন্যান্য যেসব জায়গায় পানি জমতে পারে, তা পরিষ্কার রাখার বিষয় নিয়ে আলোচনা করেন।
মন্তব্য করুন