হাবে প্রশাসক নিয়োগের সিদ্ধান্ত অবৈধ: হাইকোর্ট
হজ এজেন্সি মালিকদের সংগঠন হজ এজেন্সি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) কার্যনির্বাহী কমিটি বাতিল করে বাণিজ্য মন্ত্রণালয় কর্তৃক প্রশাসক নিয়োগের যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, সেটিকে অবৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট।
রোববার (১৫ ডিসেম্বর) বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি শিকদার মো. মাহমুদুর রাজীর হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। একইসঙ্গে হাবের পূর্বের কমিটি বহাল করে তাদের কাজ চালিয়ে যাওয়ারও নির্দেশ দেন আদালত।
আদালতে আগের কমিটির পক্ষে অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির ও অপরপক্ষে ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল শুনানি করেন।
এর আগে, হাইকোর্টের আদেশ স্থগিত করে রুল নিষ্পতি করতে নির্দেশ দিয়েছিলেন আপিল বিভাগ।
প্রসঙ্গত, গত ১৫ অক্টোবর বৈষম্যবিরোধী হজ এজেন্সির মালিক ও কয়েকটি এজেন্সি মালিকের আবেদনের প্রেক্ষিতে এক অফিস আদেশে হাবে প্রশাসক নিয়োগ করে বাণিজ্য মন্ত্রণালয়।
এতে বলা হয়, বাণিজ্য সংগঠন আইন, ২০২২-এর ১৭ ধারা মোতাবেক সংগঠনটির বর্তমান কার্যনির্বাহী কমিটি বাতিল করে বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব মোহাম্মদ দাউদুল ইসলামকে হাবের প্রশাসক নিয়োগ করা হলো। তাকে ১২০ দিনের মধ্যে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করে মন্ত্রণালয়কে অবহিত করতে বলা হয়।
পরে ১৬ অক্টোবর বাণিজ্য মন্ত্রণালয় কর্তৃক প্রশাসক নিয়োগের প্রতিবাদে সংবাদ সম্মেলনের আয়োজন করে হাব। এমনকি হাইকোর্টে রিটও করেন তারা। হাবের রিটের শুনানিতে প্রশাসক নিয়োগের আদেশ স্থগিত করেন হাইকোর্ট। এর বিরুদ্ধে বৈষম্যবিরোধী হজ এজেন্সির মালিক আপিল করেন।
আরটিভি/আইএম/এআর
মন্তব্য করুন