নদী ও বনভূমি দখলকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: রিজওয়ানা
নদী ও বনভূমি দখলকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
রোববার (১৫ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর বিজয় সরণিতে এক অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।
রিজওয়ানা হাসান বলেন, পরিবেশ বলতে খালি পার্ক বা বিনোদনের জায়গা নয়। এটি অনেক বড় বিষয়। এখানে বায়ুদূষণ, বিশুদ্ধ পানি, জলবায়ু পরিবর্তন, পরিবেশ, প্রতিবেশ সব কিছুই জড়িত।
তিনি বলেন, পরিবেশ দূষণমুক্ত রাখতে সরকার কাজ করে যাচ্ছে। জনগণের প্রত্যাশা অনুযায়ী উন্নয়ন কার্যক্রম পরিচালিত হচ্ছে। তরুণরাও এসব কাজে এগিয়ে এসেছে। তারাই পরের ২০ থেকে ৩০ বছর বিভিন্ন ক্ষেত্রে নেতৃত্ব দেবে।
পরিবেশ উপদেষ্টা বলেন, আমরা এখন নতুন বাংলাদেশের পথে এগিয়ে যাচ্ছি, যেখানে কোনো বৈষম্য থাকবে না।
মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিভিন্ন উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা অংশ নেন।
আরটিভি/আরএ
মন্তব্য করুন