• ঢাকা সোমবার, ১৬ ডিসেম্বর ২০২৪, ১ পৌষ ১৪৩১
logo

নদী ও বনভূমি দখলকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: রিজওয়ানা

আরটিভি নিউজ

  ১৫ ডিসেম্বর ২০২৪, ২২:১৬
নদী ও বনভূমি দখলকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: রিজওয়ানা
ফাইল ছবি

নদী ও বনভূমি দখলকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

রোববার (১৫ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর বিজয় সরণিতে এক অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।

রিজওয়ানা হাসান বলেন, পরিবেশ বলতে খালি পার্ক বা বিনোদনের জায়গা নয়। এটি অনেক বড় বিষয়। এখানে বায়ুদূষণ, বিশুদ্ধ পানি, জলবায়ু পরিবর্তন, পরিবেশ, প্রতিবেশ সব কিছুই জড়িত।

তিনি বলেন, পরিবেশ দূষণমুক্ত রাখতে সরকার কাজ করে যাচ্ছে। জনগণের প্রত্যাশা অনুযায়ী উন্নয়ন কার্যক্রম পরিচালিত হচ্ছে। তরুণরাও এসব কাজে এগিয়ে এসেছে। তারাই পরের ২০ থেকে ৩০ বছর বিভিন্ন ক্ষেত্রে নেতৃত্ব দেবে।

পরিবেশ উপদেষ্টা বলেন, আমরা এখন নতুন বাংলাদেশের পথে এগিয়ে যাচ্ছি, যেখানে কোনো বৈষম্য থাকবে না।

মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিভিন্ন উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা অংশ নেন।

আরটিভি/আরএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাবেক ছাত্রলীগ নেত্রী নিশিতা নদী গ্রেপ্তার
সন্দ্বীপকে নদীবন্দর ঘোষণা করে প্রজ্ঞাপন জারি
ভারতের সঙ্গে বিদ্যুৎ চুক্তি বাতিল নিয়ে যা জানালেন পরিবেশ উপদেষ্টা
বুড়িগঙ্গা নদী দূষণমুক্ত করতে পদক্ষেপ নেওয়া হবে: উপদেষ্টা সাখাওয়াত