• ঢাকা বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪, ৪ পৌষ ১৪৩১
logo

কোনো দেশ চোখ রাঙালে চোখ উপড়ে ফেলব: সারজিস

আরটিভি নিউজ

  ১৬ ডিসেম্বর ২০২৪, ১৯:৪৪
সারজিস
ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, নরেন্দ্র মোদিকে বলব, এটা বাংলাদেশ। পৃথিবীর সব রাষ্ট্রকে বলে দিতে চাই, সবার সঙ্গে আমাদের সম্পর্ক হবে ন্যায় ও সমতার ভিত্তিতে। কেউ যদি চোখ রাঙায় তাহলে চোখ উপড়ে ফেলব। এখানে কোনো উগ্রবাদের জায়গা হবে না।

সোমবার (১৬ ডিসেম্বর) জাতীয় নাগরিক কমিটির বিজয় র‍্যালি শেষে এসব কথা বলেন তিনি। সারজিস আলম একই সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক এবং জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক।

আওয়ামী লীগ প্রসঙ্গে সারজিস আলম বলেন, ৭১ এ শেখ মুজিবুর রহমান পারিবারিক মুজিববাদ করতে গিয়ে রাষ্ট্রীয় স্বার্থ বিসর্জন দিয়েছেন। এবার খুনি হাসিনাও মুজিববাদ প্রতিষ্ঠা করতে গিয়ে নাগরিকদের দালাল আর দাসে পরিণত করতে চেয়েছিলেন। ছাত্র-জনতা এসব হতে দেয়নি, কখনো দেবেও না।

দালাল বা দাস নয়, সকলকে দেশের মর্যাদাবান নাগরিক হতে আহ্বান জানান জাতীয় নাগরিক কমিটির এ নেতা।

আরটিভি/এএইচ/এআর

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মোদির বিতর্কিত পোস্ট, যে বার্তা দিলো পররাষ্ট্র মন্ত্রণালয়
মোদির বার্তার জবাব দেবে ঢাকা
জনগণ খুনি হাসিনার দোসরদের ফাঁসির মঞ্চে দাঁড় করাবে: সারজিস
মাহিনের আইন মন্ত্রণালয় ঘেরাওয়ের ঘোষণা, সারজিস-হাসনাতের একাত্মতা