• ঢাকা শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫, ৪ মাঘ ১৪৩১
logo

গোপন কারাগারের নিউক্লিয়াস ছিলেন শেখ হাসিনা: আইসিটির চিফ প্রসিকিউটর 

আরটিভি নিউজ

  ১৭ ডিসেম্বর ২০২৪, ১২:৫১
গোপন কারাগারের নিউক্লিয়াস ছিলেন শেখ হাসিনা: আইসিটির চিফ প্রসিকিউটর 
ফাইল ছবি

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিগত ১৬ বছর ধরে গোপন কারাগারের নিউক্লিয়াস ছিলেন বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট মোহাম্মদ তাজুল ইসলাম।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) এ মন্তব্য করে তিনি বলেছেন, বিগত ১৬ বছর ধরে গোপন কারাগারে যত গুম, নির্যাতন ও খুনের ঘটনা ঘটেছে, তাতে সরাসরি সম্পৃক্ততা পাওয়া গেছে শেখ হাসিনার।

এদিন ট্রাইব্যুনালে জুলাই-আগস্টের গণহত্যার ঘটনায় দায়ের করা মামলার অগ্রগতি প্রতিবেদন জমা দেন চিফ প্রসিকিউটর মুহাম্মদ তাজুল ইসলাম। এ সময় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও অন্যান্যের বিরুদ্ধে পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন দাখিলে আরও দুই মাস সময়ের আবেদন করেন তিনি। আদালত এ আবেদন মঞ্জুর করে পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করার জন্য ১৮ ফেব্রুয়ারি দিন ধার্য করেন।

এ ব্যাপারে চিফ প্রসিকিউটর বলেন, জুলাই গণহত্যার তদন্ত শেষ হতে একটি যুক্তিসঙ্গত সময় লাগবে। আমরা চেষ্টা করছি, দ্রুত সময়ের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করার।

অ্যাডভোকেট মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, ভারতের সঙ্গে যেসব চুক্তি করা হয়েছে, সেসবের বিষয়ে কী পদক্ষেপ নেওয়া হয়েছে, তা নিয়েও জানতে চেয়েছেন আদালত। এ নিয়ে প্রতিবেদন দাখিলের জন্য দুই সপ্তাহ সময় দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ার পরও তিন মাস তিনি দেশের মধ্যেই ছিলেন। এরপরও তিনি কীভাবে বিদেশে চলে গেলেন, সেটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে জানতে চেয়েছেন আদালত।

তাজুল ইসলাম বলেন, যদি কেউ আদালতের নির্দেশনা থাকার পরও কাউকে পালাতে সাহায্য করেন, তাহলে আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে।

আরটিভি/এসএইচএম

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বললেও কম বলা হবে: প্রিন্স
ভারত শেখ হাসিনার পতন মানতে না পেরে ষড়যন্ত্র করছে: রিজভী
শেখ হাসিনার স্লোগান সংবলিত পত্র, বরখাস্ত অর্থ পরিচালক
শেখ হাসিনা ও জয়ের বিরুদ্ধে দুদকের দুই মামলা