• ঢাকা শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ৬ পৌষ ১৪৩১
logo

বর্ণাঢ্য আয়োজনে রেড ক্রিসেন্টের বিজয় দিবস উদযাপন

আরটিভি নিউজ

  ১৭ ডিসেম্বর ২০২৪, ১৩:৩৭

নানান আনুষ্ঠানিকতায় মহান বিজয় দিবস উদযাপন করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। বাংলাদেশের বিজয়ের ৫৩ বছর পূর্তির এ আয়োজনের মধ্যে ছিল জাতীয় পতাকা ও রেড ক্রিসেন্টের পতাকা উত্তোলন, জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ, রক্ত সংগ্রহ ও বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কার্যক্রম।

মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী শহীদদের স্মরণে সোমবার (১৬ ডিসেম্বর) সকাল ৮টায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির জাতীয় সদর দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন করেন সোসাইটির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. রফিকুল ইসলাম ও ভাইস চেয়ারম্যান ড. জামিল আহমেদ উত্তোলন করেন রেড ক্রিসেন্ট পতাকা। মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী শহীদদের স্মরণে করা হয় বিশেষ মোনাজাত।

সংক্ষিপ্ত বক্তব্যে সোসাইটির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. রফিকুল ইসলাম বলেন, নতুন বিপ্লবের মাধ্যমে অর্জিত আগামী বাংলাদেশে অন্যায়ের বিরুদ্ধে সকলকে সোচ্চার হতে হবে, তবেই লাখো শহীদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত বিজয় অক্ষত থাকবে।

ভাইস চেয়ারম্যান ডক্টর জামিল আহমেদ বলেন, আগামীর বাংলাদেশে বৈষম্য-অন্যায়-দুর্নীতির ঠাই হবে না, এটাই হোক বিজয় দিবসের শপথ।

সোসাইটির মহাসচিব ড. কবির মো. আশরাফ আলম বলেন, দেশের স্বাধীনতার জন্য, গণতান্ত্রিক অধিকারের জন্য, মানুষের উন্নত জীবনযাত্রা নিশ্চিত করার জন্য রেড ক্রিসেন্ট’র মত একটি মানবিক সংগঠনের গর্বিত সদস্য হিসেবে আমরা নিজ নিজ অবস্থান থেকে কাজ করে যাবো।

এ সময় আরও বক্তব্য রাখেন সোসাইটির ব্যবস্থাপনা পর্ষদ সদস্য অধ্যাপক ডা. মো. আবিদুল হক, উপমহাসচিব সুলতান আহমেদ ও বিভিন্ন বিভাগের পরিচালক। বিজয় দিবস উদযাপদের অনুষ্ঠানে সোসাইটির বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও স্বেচ্ছাসেবকরা উপস্থিত ছিলেন।

পরে সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে আত্মত্যাগকারী জাতির বীরদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করা হয় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির পক্ষ থেকে। দিবসটি উপলক্ষে সাভারে জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণে, রাজধানীর সংসদ ভবনের দক্ষিণ প্লাজা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি ও মোহাম্মদপুরসহ সারাদেশের বিভিন্ন স্থানে রক্ত সংগ্রহ ও বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কার্যক্রম পরিচালনা করে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। এছাড়াও বিজয় দিবস উপলক্ষে রাজধানীর হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে রোগীদের বিশেষ খাবার বিতরণ করা হয়।

আরটিভি/ডিসিএনই

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দুর্যোগে আগাম সতর্কতা বিষয়ে রেড ক্রিসেন্টের কর্মশালা
তাপপ্রবাহ ব্যবস্থাপনায় রেড ক্রিসেন্টের কর্মশালা
আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিলেন রেড ক্রিসেন্টের নবনিযুক্ত চেয়ারম্যান