• ঢাকা বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪, ৪ পৌষ ১৪৩১
logo

এসবিপ্রধানসহ পুলিশের ঊর্ধ্বতন ৪ কর্মকর্তাকে বদলি

আরটিভি নিউজ

  ১৮ ডিসেম্বর ২০২৪, ১৯:৪৪
পুলিশ
ছবি: সংগৃহীত

বাংলাদেশ পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রধানসহ দুজন ডিআইজি ও একজন পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

বুধবার (১৮ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ পুলিশ-১ শাখা থেকে এ বদলি আদেশের প্রজ্ঞাপন জারি করা হয়।

উপসচিব আবু সাঈদের স্বাক্ষরিত এ প্রজ্ঞাপনে বলা হয়, এসবি প্রধান অতিরিক্ত আইজিপি খোন্দকার রফিকুল ইসলামকে অ্যান্টি টেররিজম ইউনিটে (এটিইউ), ঢাকা পুলিশ স্টাফ কলেজের উপপুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) মো. গোলাম রসুলকে এসবিতে, ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিআইজি) মো. ইসরাইল হাওলাদারকে শিল্পাঞ্চল পুলিশে এবং ট্যুরিস্ট পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আবুল কালাম আজাদকে অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) বদলি করা হয়েছে।

এটিইউ প্রধান হিসেবে দায়িত্ব পাওয়া অতিরিক্ত আইজিপি খোন্দকার রফিকুল ইসলামকে এক মাস ২৩ দিনের মাথায় বদলি করা হলো। তিনি এর আগে গাজীপুর মহানগরী পুলিশ কমিশনার ছিলেন। আওয়ামী লীগ সরকার পতনের পর ১৩ আগস্ট এসবির প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয় মো. শাহ আলমকে। তিনি অক্টোবরে অবসরে গেলে খোন্দকার রফিকুল ইসলামকে এসবির দায়িত্ব দেওয়া হয়। তবে দায়িত্ব দেওয়ার এক মাস ২৩ দিনের মাথায় এসে তাকে এসবি প্রধান থেকে এটিইউতে বদলি করলো সরকার।

আরটিভি/এএইচ/এআর

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
একই রশিতে ঝুলে ছিল মা ও মেয়ের মরদেহ
সাংবাদিক হত্যা মামলায় অতিরিক্ত পুলিশ সুপার দস্তগীর গ্রেপ্তার
পেটে ৩৫৮৮ ইয়াবা, শাহজালাল বিমানবন্দরে ধরা
টঙ্গীর ইজতেমা মাঠের উত্তেজনা ঢামেকেও, সেনাবাহিনী-পুলিশ মোতায়েন