• ঢাকা বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪, ৪ পৌষ ১৪৩১
logo

অন্তর্বর্তী সরকারের কেউ নির্বাচন করবে না: উপদেষ্টা সাখাওয়াত

আরটিভি নিউজ

  ১৮ ডিসেম্বর ২০২৪, ২১:০২
উপদেষ্টা সাখাওয়াত
ছবি: সংগৃহীত

নৌ পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের কেউ (উপদেষ্টা) রাজনীতি করে না। তাই আমরা কেউ নির্বাচনও করব না।

সিলেটের তামাবিল স্থলবন্দর পরিদর্শনে এসে বুধবার (১৮ ডিসেম্বর) দুপুরে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, কোনো উপদেষ্টা নির্বাচন করতে চাইলে পরিষদ থেকে বেরিয়ে রাজনৈতিক দলে যেতে হবে। ক্ষমতায় থেকে নির্বাচন করা যাবে না।

আদালতের রায়ে তত্ত্বাবধায়ক বহাল প্রসঙ্গে উপদেষ্টা বলেন, সবাই যদি মনে করে নির্বাচন নতুন তত্ত্বাবধায়ক সরকার করবে অথবা নতুন কাউকে যুক্ত করা হবে তাহলে তত্ত্বাবধায়ক সরকার আইনে যে সময়সীমা রয়েছে সেটি কীভাবে সমাধান হবে।

তবে এখনই এ বিষয়ে হাত দেওয়া হবে না বলে জানান উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন।

স্থলবন্দর পরিদর্শনের সময় নৌ পরিবহন উপদেষ্টার সঙ্গে উপস্থিত ছিলেন, স্থলবন্দরের চেয়ারম্যান অতিরিক্ত সচিব মোহাম্মদ মানজারুল মান্নান, সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান, গোয়াইনঘাটের ইউএনও মো. তৌহিদুল ইসলাম, তামাবিল স্থলবন্দরের সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমানসহ অনেকে।

আরটিভি/এএইচ/এআর

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ব্যবসায়ীরা খুব শক্তিশালী, যেটা ভাঙা বেশ কঠিন: অর্থ উপদেষ্টা
ইজতেমা মাঠে সংঘর্ষে নিহত ৪, জড়িত কাউকে ছাড় নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা
মিশরে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা
বিজয়ের চেতনায় দেশকে এগিয়ে নেয়ার আহ্বান প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টার