• ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১
logo

দেশকে পুনর্নির্মাণ করতে মাঠে নেমেছে বিএনপি: দুদু 

আরটিভি নিউজ

  ১৯ ডিসেম্বর ২০২৪, ১৭:০১
বাংলাদেশকে পুনর্নির্মাণ করতে মাঠে নেমেছে বিএনপি: দুদু 
ছবি: সংগৃহীত

দেশকে পুনর্নির্মাণ করতেই বিএনপি মাঠে নেমেছে বলে মন্তব্য করেছেন দলটির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকালে রংপুর মেডিকেল পূর্ব-গেট এলাকার শিমুলবাগ কমিউনিটি সেন্টারে জেলা বিএনপির সাংগঠনিক সভায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

শামসুজ্জামান দুদু বলেন, স্বৈরাচার শেখ হাসিনা দেশকে ডুবিয়ে পালিয়েছেন, আর বিএনপি মাঠে নেমেছে দেশকে পুনর্নির্মাণ করতে।

তিনি বলেন, নতুন উদ্যোগ, নতুন ভাবনায় বিএনপিকে তৈরি করার জন্য এই সাংগঠনিক সভা। নির্বাচনকে সহজ ভাবার কোনো সুযোগ নেই।

এ সময় পার্শ্ববর্তী দেশ ভারতকেও গণতন্ত্রে ফিরে আসার অনুরোধ জানান বিএনপির এ নেতা। শামসুজ্জামান দুদু বলেন, ফ‍্যাসিস্ট শেখ হাসিনা বাংলাদেশকে ১৭ বছরে ধ্বংসের পথে নিয়ে গেছে। শেখ হাসিনাকে ফেরত আনতে চাই মূলত বিচারের মুখোমুখি করতেই।

সভায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক অধ‍্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেন, সাংগঠনিক সভা বিএনপিকে পুনর্গঠন করবে। তারেক রহমানের এমন নির্দেশনায় আমাদের এই সভা। দলের নেতাকর্মীদের এই সভা উজ্জীবিত করবে এবং সুসংগঠিত করবে বলে আশা রাখি।

সাংগঠনিক সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপির রংপুর বিভাগ ও সব ইউনিটের আহবায়ক, সদস্য সচিব ও শীর্ষ পর্যায়ের যুগ্ম আহ্বায়করা।

আরটিভি/এসএইচএম/এআর

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকের দলীয় পদ স্থগিতাদেশ প্রত্যাহার
বিএনপি-জামায়াতপন্থী প্যানেল বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী
ট্রাম্পের আদেশের পরপরই ধরপাকড় শুরু, নিউইয়র্কে গ্রেপ্তার ৪ বাংলাদেশি
ঢাকাগামী বিমানে বোমা হামলার বার্তা এসেছে পাকিস্তানি নম্বর থেকে