ঢাকাসোমবার, ১৭ মার্চ ২০২৫, ৩ চৈত্র ১৪৩১

ট্রান্সকম গ্রুপের সিমিন রহমানসহ ৫ আসামিকে অব্যাহতি

আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪ , ০৬:৪৪ পিএম


loading/img
ফাইল ছবি

রাজধানীর গুলশান থানায় দায়ের করা মামলায় ট্রান্সকম গ্রুপের সিইও সিমিন রহমানসহ ৫ জনকে অব্যাহতি দিয়েছেন আদালত।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. সানাউল্লাহ এ আদেশ দেন।

এর আগে, ২০২২ সালের ২২ ফেব্রুয়ারি ট্রান্সকম গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত লতিফুর রহমানের ছোট মেয়ে শাযরেহ হক গুলশান থানায় মামলাটি করেন। 

বিজ্ঞাপন

মামলায় অভিযোগ থেকে জানা গেছে, ট্রান্সকম গ্রুপের সাবেক চেয়ারম্যান বাদীর বাবা লতিফুর রহমান তার স্ত্রীকে বিভিন্ন ব্যাংকসহ আর্থিক প্রতিষ্ঠানে রেখে যাওয়া ১০০ কোটি টাকার নমিনি নিয়োগ করে রেখে যান। বাদী অভিযোগ বলেন, অন্যায়ভাবে এই টাকা আত্মসাৎ করে তার মা তার বড় বোনসহ অন্যান্য আসামি যোগসাজশে তাকে বঞ্চিত করা হয়। 

থানার দায়ের করা মামলাটি পরবর্তীতে পিবিআই কর্তৃক তদন্ত কার্যক্রম পরিচালিত হয়।  তদন্ত শেষে পিবিআই আসামিদের অব্যাহতি দিয়ে ফাইনাল রিপোর্ট দাখিল করেন।  আজকে তা আদালত গ্রহণ করে আসামিদের অব্যাহতি প্রদান করেন।

সিমিন রহমানের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ সিদ্দিক উল্লাহ বলেন, এই মামলাটি সম্পূর্ণ মিথ্যা বানোয়াট।  সিমিনের বিরুদ্ধে যে  অভিযোগ আনা হয়েছে তা সম্পূর্ণভাবে মিথ্যা প্রমাণিত হয়েছে।

বিজ্ঞাপন

আরটিভি/আরএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |