• ঢাকা শুক্রবার, ২০ ডিসেম্বর ২০২৪, ৫ পৌষ ১৪৩১
logo

দেশে ফিরতেই হাসান আরিফের মৃত্যু সংবাদ, হাসপাতালে ছুটে গেলেন প্রধান উপদেষ্টা

আরটিভি নিউজ

  ২০ ডিসেম্বর ২০২৪, ১৮:১৭
দেশে ফিরতেই হাসান আরিফের মৃত্যু সংবাদ, হাসপাতালে ছুটে গেলেন প্রধান উপদেষ্টা
ফাইল ছবি

মিশরে ডি-৮ সম্মেলন শেষ করে দেশের মাটিতে পা রাখতেই বিমান ও পর্যটন এবং ভূমি উপদেষ্টা এ এফ এম হাসান আরিফের মৃত্যু সংবাদ পৌঁছাল প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কানে। ফলে বাসভবনে না ফিরে সোজা ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালে ছুটে গেছেন শোকসন্তপ্ত সরকারপ্রধান।

প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের দেওয়া তথ্যমতে, শুক্রবার (২০ ডিসেম্বর) বিকেলে দুবাই থেকে বিমানে ঢাকায় অবতরণের সঙ্গে সঙ্গে উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুর খবর জানতে পারেন প্রধান উপদেষ্টা। খবর পেয়ে অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টাকে শেষ শ্রদ্ধা জানাতে বিমানবন্দর থেকে ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালে ছুটে যান তিনি।

শোকবার্তায় প্রধান উপদেষ্টা বলেন, তার (হাসান আরিফ) আকস্মিক মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। উপদেষ্টা হাসান আরিফ একজন শীর্ষ আইনজীবী ছিলেন, যিনি অন্তর্বর্তী সরকারে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।

দেশের একজন অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্বপালনসহ বর্ণাঢ্য কর্মজীবনে কয়েক দশকব্যাপী জনসেবার জন্য হাসান আরিফকে গভীর শ্রদ্ধাভরে স্মরণ করে ড. ইউনূস বলেন, হাসান আরিফ একজন উজ্জ্বল আইনজীবী হিসেবে এবং তার আইনি সক্রিয়তা এবং ভিন্নমতাবলম্বী, ভিন্নমতের কণ্ঠস্বর এবং আমাদের সমাজের প্রান্তিক মানুষের মানবাধিকার রক্ষার জন্য স্মরণীয় হয়ে থাকবেন।

এ সময় প্রধান উপদেষ্টা শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান এবং বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।

আরটিভি/এসএইচএম

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ৮৩
হাসান আরিফের অভিমতগুলো প্রেরণার উৎস হয়ে থাকবে: তারেক রহমান
গাড়িচাপায় বুয়েট শিক্ষার্থীর মৃত্যু: মদ্যপ অবস্থায় ছিলেন গ্রেপ্তার তিনজন
উপদেষ্টা হাসান আরিফের প্রথম জানাজা সম্পন্ন