• ঢাকা রোববার, ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১
logo

দীপ্ত টিভির কর্মী তামিম হত্যার অন্যতম আসামি গ্রেপ্তার

আরটিভি নিউজ

  ২২ ডিসেম্বর ২০২৪, ১৭:১৪
ফাইল ছবি

ঢাকার রামপুরা মহানগর প্রজেক্ট এলাকায় বেসরকারি টেলিভিশন চ্যানেল দীপ্ত টিভির সম্প্রচার কর্মকর্তা তানজিল জাহান তামিম (৩৪) হত্যা মামলার এজাহারনামীয় অন্যতম আসামি মামুনুর রশিদ মামুনকে (৫৫) গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

রোববার (২২ ডিসেম্বর) র‍্যাব-৩-এর সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

র‍্যাব-৩-এর একটি আভিযানিক দল রোববার রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।

এর আগে, ১০ অক্টোবর সকালে রাজধানীর হাতিরঝিলের মহানগর প্রজেক্টের বাসায় ডেভেলপার কোম্পানির সঙ্গে দ্বন্দ্বের জেরে দীপ্ত টিভির সম্প্রচার বিভাগের কর্মী তানজিল জাহান ইসলাম তামিমকে পিটিয়ে হত্যা করা হয়।

জানা যায়, প্লেসান্ট প্রোপার্টিজ ডেভেলপার কোম্পানির সঙ্গে তামিমদের জমিতে নির্মিত অ্যাপার্টমেন্টে ফ্ল্যাট পাওয়া নিয়ে বিরোধ চলছিল। তারই সূত্র ধরে তাদের বাড়িতে ঢুকে পড়ে ২০-২৫ জন সন্ত্রাসী। বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে ওই সন্ত্রাসীরা তামিমকে পিটিয়ে আহত করে। গুরুতর অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন।

তামিমের বাবার অভিযোগ, প্লেসান্ট প্রোপার্টিস ডেভেলপার কোম্পানির কর্ণধার শেখ রবিউল আলম রবির নির্দেশে এই হত্যাকাণ্ড ঘটেছে।

এ ঘটনায় ১৬ জনকে আসামি করে থানায় মামলা করে নিহতের পরিবার।

আরটিভি/এমএ-টি


মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিচার না হওয়া পর্যন্ত আ.লীগকে নির্বাচনে আসতে দেবে না জনগণ: আখতার
সাংবাদিককে হত্যাচেষ্টা, ২৫ জনের বিরুদ্ধে মামলা
নরসিংদীতে ছাত্রদলকর্মীকে গুলি করে হত্যা 
মেছো বিড়াল হত্যার ঘটনায় গ্রেপ্তার ১