৯৯৯ নম্বরে ফোনকল 

কুমিল্লা থেকে অপহৃত ছেলেশিশু জামালপুরে উদ্ধার

আরটিভি নিউজ

রোববার, ২২ ডিসেম্বর ২০২৪ , ০৫:৩৩ পিএম


কুমিল্লা থেকে অপহৃত ছেলেশিশু জামালপুরে উদ্ধার

জামালপুরের সরিষাবাড়ি থানাধীন আওনা ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ড থেকে একজন কলার শনিবার (২১ ডিসেম্বর) দিনগত রাত পৌনে একটায় ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’ নম্বরে ফোন দেন।  তিনি জানান, এই গভীর রাতে দুই ব্যক্তি, একজনের বয়স ২৫/৩০ বছর আরেকজনের বয়স ৪০/৪৫ বছর সাথে ৮/৯ বছরের এক ছেলেশিশু তার বাড়িতে রাতে থাকার জন্য আশ্রয় প্রার্থনা করায় তিনি তাদের ঘরে আশ্রয় দিয়েছেন। কিন্তু তাদের আচরণ ও কথাবার্তায় তার সন্দেহ হওয়ায় তিনি ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশি সহায়তা চান। 

বিজ্ঞাপন

কলটি রিসিভ করেছিলেন ৯৯৯ কলটেকার কনস্টেবল সজীব বড়ুয়া এবং কলার ও সংশ্লিষ্ট থানা-পুলিশের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখছিলেন ৯৯৯ ডেসপাচার এসআই আব্দুর রশীদ।   

৯৯৯ থেকে সংবাদ পেয়ে সরিষাবাড়ি থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে যায় এবং শিশুসহ একব্যক্তিকে থানায় নিয়ে আসে, অন্য আরেক ব্যক্তি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। এরপর জিজ্ঞাসাবাদে জানা যায়, আট বছর বয়সী ছেলেশিশুটি কুমিল্লার মেঘনা থানাধীন চানপুর গ্রাম থেকে নিখোঁজ হয় ১৮ ডিসেম্বর। এ বিষয়ে মেঘনা থানায় ওইদিন একটি নিখোঁজ জিডি করা হয়েছিল। এরপর আসামীরা শিশুটির পিতার কাছে মুক্তিপণ হিসেব প্রথমে এককোটি টাকা, পরে পঞ্চাশ লক্ষ টাকা, সর্বশেষ বিশ লক্ষ টাকা মুক্তিপণ হিসেবে দাবি করে। এ বিষয়ে মেঘনা থানায় একটি মামলা রুজু হয়েছিল ২০ ডিসেম্বর। 

বিজ্ঞাপন

সরিষাবাড়ি থানা পুলিশ গ্রেপ্তার করে হাসান (২৭) নামে এক ব্যক্তিকে। তার পিতার নাম রফিকউদ্দীন, গ্রাম- চানপুর, থানা- মেঘনা, জেলা- কুমিল্লা। 

অপহৃত ছেলেশিশুটিকে তার পিতামাতার কাছে হস্তান্তর করা হয়। 

এদিকে, ঢাকার ধামরাই থানা অন্য পলাতক অভিযুক্ত অপহরণকারী নুরু (৪০) কে গ্রেপ্তার করা হয়। তাকে এবং জামালপুরে গ্রেপ্তারকৃতকে পরবর্তী আইনী প্রক্রিয়ার জন্য কুমিল্লার মেঘনা থানায় হস্তান্তর করা হয়েছে।  

বিজ্ঞাপন

আরটিভি/ ডিসিএনই

 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission