• ঢাকা শুক্রবার, ২৪ জানুয়ারি ২০২৫, ১০ মাঘ ১৪৩১
logo

বইয়ের মান তদারকিতে ১৫০ জন শিক্ষক নিয়োগ

আরটিভি নিউজ

  ২২ ডিসেম্বর ২০২৪, ২০:৪৪
ফাইল ছবি

সরকার আগামী শিক্ষাবর্ষের জন্য মানসম্মত বই দিতে এবার কঠোর অবস্থানে রয়েছে। প্রেসে-প্রেসে কাগজ ও ছাপা হওয়া বই তদারকির জন্য সরকার তৃতীয় পক্ষের দুটি ইন্সপেকশন এজেন্সি নিয়োগ দিয়েছে। এ ছাড়া প্রথমবারের মতো সরকারের গোয়েন্দা সংস্থাগুলো কাজ করছে। আবার নতুন করে শিক্ষা ক্যাডারের আরও ১৫০ জন শিক্ষককে দায়িত্ব দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

রোববার (২২ ডিসেম্বর) শিক্ষা মন্ত্রণালয় থেকে তাদের দায়িত্ব দিয়ে আদেশ জারি করা হয়েছে।

চিঠিতে শিক্ষকদের দায়িত্ব সম্পর্কে বলা হয়েছে, বিনামূল্যের পাঠ্যবই ছাপানোর জন্য জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) ১১৬টি মুদ্রণ প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে। এসব মুদ্রণ প্রতিষ্ঠানের ছাপার কার্যক্রম সরেজমিন তদারকি করতে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের ১৫০ জন শিক্ষককে দায়িত্ব দেওয়া হয়েছে। তারা নিয়মিত সংযুক্ত মুদ্রণ প্রতিষ্ঠানের বাস্তবিত অবস্থা, কাগজ সরবরাহ, টেস্টিং রিপোর্ট, ছাপার মান, প্রতিদিনের কর্মপরিকল্পনা, বই ছাপার অগ্রগতি ও সরবরাহ প্রতিবেদন ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে পাঠাবেন।

আরটিভি/এমএ-টি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শেরপুরে মাধ্যমিকের এক ট্রাক সরকারি বই জব্দ, আটক ১
দুই ট্রাকভর্তি বিনামূল্যের বই জব্দ, আটক ২
শিক্ষক নিয়োগ ও এমপিওভুক্তি হবে একসঙ্গে: শিক্ষা উপদেষ্টা
ইস্রাফিল আকন্দ রুদ্রর কাব্যগ্রন্থ ‘বাংলা বিভাগের মেয়ে’