• ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
logo

স্বরাষ্ট্র সচিব হলেন ড. নাসিমুল গনি

আরটিভি নিউজ

  ২২ ডিসেম্বর ২০২৪, ২১:১৫
স্বরাষ্ট্র সচিব হলেন ড. নাসিমুল গনি
ড. নাসিমুল গনি। সংগৃহীত ছবি

রাষ্ট্রপতির কার্যালয়ের জনবিভাগের সিনিয়র সচিব ড. নাসিমুল গনিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সদ্যবিদায়ী সিনিয়র সচিব মোহাম্মদ আবদুল মোমেনকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান করা হয়। ১০ ডিসেম্বর তিনি সিনিয়র সচিবের পদ থেকে পদত্যাগ করেন। এরপর থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিবের পদটি খালি ছিল।

রোববার (২২ ডিসেম্বর) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-১ শাখার উপসচিব জামিলা শবনম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। বিগত আওয়ামী লীগ সরকারের সময় রাজনৈতিক বিবেচনায় বঞ্চিত হিসেবে গত ১৭ অগাস্ট যে পাঁচ জনকে জ্যেষ্ঠ সচিব পদমর্যাদায় দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছিল নাসিমুল গনি তাদের একজন। একই সময়ে স্বরাষ্ট্র সচিব হয়েছিলেন মোহাম্মদ আব্দুল মোমেন। সম্প্রতি তাকে দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান করা হয়েছে।

নাসিমুল গনি বিসিএস ১৯৮২ ব্যাচের প্রশাসন ক্যাডারের একজন কর্মকর্তা। তিনি ১৮ আগস্ট ২০২৪ তারিখে সিনিয়র সচিব হিসেবে রাষ্ট্রপতির কার্যালয়ে যোগদান করেন। নাসিমুল গনি মির্জাপুর ক্যাডেট কলেজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। তিনি মির্জাপুর ক্যাডেট কলেজ থেকে ১৯৭৩ সালে এসএসসি এবং ১৯৭৫ সালে এইচএসসি পাশ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে ১৯৮০ সালে অনার্স এবং ১৯৮১ সালে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন।

প্রসঙ্গত, অতিরিক্ত সচিব হিসেবে অবসরে যাওয়া নাসিমুল গনি ছিলেন বিএনপি নেতা জমির উদ্দিন সরকারের পিএস। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছিল। আর মোহাম্মদ আব্দুল মোমেন ২০০১ সালের বিএনপি-জামায়াত জোট সরকারের সময় কৃষি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব, বিআরটিএর চেয়ারম্যান ও বিমানের এমডি ছিলেন। তার আগে নব্বইয়ের দশকে তিনি ছিলেন তখনকার প্রধানমন্ত্রী খালেদা জিয়ার এপিএস। ২০০৯ সালে অতিরিক্ত সচিব থাকা অবস্থায় তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছিল আওয়ামী লীগ সরকার।

আরটিভি/কেএইচ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এমপিওভুক্ত মাদরাসা শিক্ষকদের বদলি নীতিমালা জারি
ইনডেক্সধারী শিক্ষকদের শূন্যপদে বদলির নীতিমালা জারি
এসবিপ্রধানসহ পুলিশের ঊর্ধ্বতন ৪ কর্মকর্তাকে বদলি
১২ পুলিশ সুপারকে বদলি