• ঢাকা বুধবার, ২২ জানুয়ারি ২০২৫, ৮ মাঘ ১৪৩১
logo

নতুন মামলায় সালমান-আনিসুল-পলকসহ গ্রেপ্তার ৮

আরটিভি নিউজ

  ২৩ ডিসেম্বর ২০২৪, ১২:০৪
ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর বিভিন্ন এলাকায় হত্যার অভিযোগে করা পৃথক ৪ মামলায় নতুন করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, জাসদের সভাপতি ও সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান এবং সাবেক এমপি মো. সাদেক খানকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত।

সোমবার (২৩ ডিসেম্বর) আদালতে আসামিদের হাজির করা হয়। পরে সংশ্লিষ্ট মামলার তদন্তকারী কর্মকর্তারা তাদের বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। এর প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তারের আদালত সংশ্লিষ্ট আসামিদের গ্রেপ্তার দেখান। এরপর তাদের কারাগারে পাঠানো হয়।

জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে যাত্রাবাড়ী এলাকার জিসান হত্যা মামলায় সালমান এফ রহমান, আনিসুল হক, হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত। আর নিউমার্কেট এলাকায় শিক্ষার্থী মুহাম্মদ শামীম হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে জুনাইদ আহমেদ পলককে।

এ ছাড়া মোহাম্মদপুরের শাহরিয়ার হোসেন রোকন হত্যা মামলায় সাবেক এমপি সাদেক খান ও একই এলাকার আরেক মামলায় জিয়াউল আহসানকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

আরটিভি/আইএম/এস

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দাউদকান্দিতে অস্ত্রসহ গ্রেপ্তার ২ 
হত্যা মামলায় সাবেক মেয়র হাবিবুর গ্রেপ্তার
ট্রাম্পের আদেশের পরপরই ধরপাকড় শুরু, নিউইয়র্কে গ্রেপ্তার ৪ বাংলাদেশি
সালমান এফ রহমানের ঘনিষ্ঠ তারেক আলম আটক