ডিএসইসি সদস্যদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
মহান বিজয় দিবস উপলক্ষে ঢাকা সাব-এডিটরস কাউন্সিল (ডিএসইসি) সদস্যদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে।
সোমবার (২৩ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবের তৃতীয় তলায় এ ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
ক্যাম্পটির ব্যবস্থাপনায় ছিল ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতাল, কাকরাইল, ঢাকা। ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের সভাপতি মুক্তাদির অনিক ও সাধারণ সম্পাদক জাওহার ইকবাল খান এ ক্যাম্পটি পরিচালনা করেন।
দিনব্যাপী চলা এ মেডিকেল ক্যাম্প সময় টেলিভিশনের ইসলাম বিভাগের প্রধান মুফতি আবদুল্লাহ তামিমের কোরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হয়। সদস্যদের বিনামূল্যে বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষা ও প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ প্রদান করা হয়। ক্যাম্পে ডিএসইসির সদস্যদের মধ্যে ব্যাপক সাড়া পাওয়া যায়।
অনুষ্ঠানের বক্তারা এ আয়োজনের ভূয়সী প্রশংসা করেন, ভবিষ্যতে এ ধরনের মানবকল্যাণমূলক উদ্যোগ গ্রহণের জন্য আহ্বান জানান। সদস্যদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য এ উদ্যোগকে অত্যন্ত সময়োপযোগী বলে অভিহিত করেন।
ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের (ডিএসইসি) ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে মুক্তাদির অনিক বলেন, ‘সাব-এডিটররাই দেশের সাংবাদিকতার প্রাণ। তাদের নিরলস পরিশ্রমের মাধ্যমে সংবাদপত্রের প্রতিটি পৃষ্ঠা, অনলাইন পোর্টাল প্রাণবন্ত হয়ে ওঠে। তাদের দক্ষতা, নিষ্ঠা আর নির্ভুল কাজই গণমাধ্যমের মান ও বিশ্বাসযোগ্যতা নিশ্চিত করে।
তিনি আরও বলেন, ‘সাব-এডিটরদের কল্যাণে এ ধরনের উদ্যোগ খুবই গুরুত্বপূর্ণ। তাদের পেশাগত চাপ ও দৈনন্দিন জীবনের চ্যালেঞ্জগুলো মোকাবিলায় শারীরিক সুস্থতা অত্যাবশ্যক। ডিএসইসি ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও কল্যাণমূলক কর্মকাণ্ড অব্যাহত রাখবে। এতে ইসলামী ব্যাংক আমাদের পাশে থাকবে বলে আশা প্রকাশ করছি।’
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ নাজিম উদ দৌলা সাদি, কল্যাণ সম্পাদক সাফায়েত হোসেনসহ ঢাকা সাব-এডিটরস কাউন্সিল (ডিএসইসি) এর নির্বাহী ও সাধারণ সদস্যরা।
আরটিভি/এমকে
মন্তব্য করুন