• ঢাকা শুক্রবার, ২৪ জানুয়ারি ২০২৫, ১০ মাঘ ১৪৩১
logo

হাসিনা দেশে আসবেন কেবল ফাঁসিতে ঝোলার জন্য: উপদেষ্টা নাহিদ

আরটিভি নিউজ

  ২৪ ডিসেম্বর ২০২৪, ১১:১২
ছবি: সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিচারের মুখোমুখি হতে ও ফাঁসির কাষ্ঠে ঝোলার জন্যই কেবল দেশে আসবেন বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম।

সোমবার (২৩ ডিসেম্বর) বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ আরাফাতের জানাজায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।

নাহিদ বলেন, গণহত্যাকারীদের বিচার আমরা বাংলার মাটিতে নিশ্চিত করব—এ ঘোষণা দিয়েই একদফা ঘোষণা করেছিলাম। সেখান থেকে একবিন্দু পরিমাণও আমরা পিছপা হইনি।

তিনি বলেন, যারা ভারতে আশ্রয় নিয়ে ভাবছে বাইরে থেকে বাংলাদেশকে অস্থিতিশীল করবে, তাদেরকে বলব, বিচারের সম্মুখীন হওয়ার জন্য মানসিকভাবে প্রস্তুতি নিন।

তথ্য উপদেষ্টা বলেন, আমাদের সৌভাগ্য হয়নি শহীদ হওয়ার। কিন্তু আরাফাতের মতো একজন শিশু দেশকে স্বৈরাচারমুক্ত করতে রাস্তায় নেমে শহীদ হয়েছে। আমাদের দায়িত্ব হচ্ছে, যে আকাঙ্ক্ষা নিয়ে হাজার হাজার শিশু-কিশোর, ছাত্র-জনতা শহীদ হয়েছে, সেই আকাঙ্ক্ষা অনুযায়ী এই বাংলাদেশকে নতুন করে গঠন করা।

এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম, জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরুদ্দীন পাটওয়ারী, দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান, আরাফাতের বাবা শহিদুল ইসলাম, স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী সাইদুর রহমান, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন।

আরটিভি/আইএম-টি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আইএসআই প্রধানের বাংলাদেশ সফরের খবর ভুয়া: প্রধান উপদেষ্টার প্রেস উইং
শেখ হাসিনার আমলের প্রবৃদ্ধির পুরোটাই ভুয়া
প্রধান উপদেষ্টার সঙ্গে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল মহাসচিবের সাক্ষাৎ
বেক্সিমকোর ৪০ শতাংশ কর্মীর অস্তিত্ব নেই: বাণিজ্য উপদেষ্টা