• ঢাকা শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১
logo

আমাদের ব্যর্থ করার ষড়যন্ত্রকারীদের ছাড় নয়: উপদেষ্টা আসিফ

আরটিভি নিউজ

  ২৬ ডিসেম্বর ২০২৪, ১৮:০৪

ষড়যন্ত্রকারীরা থেমে নেই, তবে আমাদের ব্যর্থ করার এই ষড়যন্ত্রে যে বা যারাই জড়িত থাকবে, তাদের বিন্দু পরিমাণ ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ার করেছেন অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বাংলাদেশ সচিবালয়ের ৭ নম্বর ভবনে অগ্নিকাণ্ডের স্থল পরিদর্শন করেন তিনি। এই অগ্নিকাণ্ডের কারণে উপদেষ্টা তার উত্তরবঙ্গের কর্মসূচি স্থগিত করে সকালে ঢাকায় চলে আসেন। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

এতে বলা হয়, অগ্নিকাণ্ডের ঘটনা প্রসঙ্গে উপদেষ্টা বলেন, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের বিগত সময়ে হওয়া অর্থ লোপাট, দুর্নীতি নিয়ে তারা কাজ করে যাচ্ছিলেন। কয়েক হাজার কোটি টাকা লুটপাটের প্রমাণও পাওয়া গিয়েছিল।

আগুনে ক্ষয়ক্ষতি নিরূপণ ও কারণ উদঘাটনে মন্ত্রণালয়ভিত্তিক তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন উপদেষ্টা।

মন্ত্রিপরিষদ বিভাগের ওয়েবসাইটে দেওয়া তথ্যমতে, সচিবালয়ের ৭ নম্বর ভবনে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়; ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়; স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়; শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়; অর্থ মন্ত্রণালয়; সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের বিভিন্ন বিভাগ রয়েছে।

ফায়ার সার্ভিস জানায়, বুধবার দিবাগত রাত ১টা ৫২ মিনিটে তারা আগুন লাগার খবর পায়। এরপর দিবাগত রাত ১টা ৫৪ মিনিটে ঘটনাস্থলে পৌঁছান ফায়ার সার্ভিসের সদস্যরা। আগুন নিয়ন্ত্রণে প্রথমে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট কাজ করলেও পরে তা বাড়ানো হয়।

সবশেষ ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট বৃহস্পতিবার সকাল ৮টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। আর দুপুর পৌনে ১২টায় আগুন পুরোপুরি নিভিয়ে ফেলা হয়।

আরটিভি/এফএ/এস

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আগুনে পুড়ল ক্রীড়া মন্ত্রণালয়, যেখানে অফিস করবেন আসিফ মাহমুদ
ষড়যন্ত্র করে সচিবালয়ে আগুন লাগানো হয়েছে: সারজিস
সচিবালয়ে আগুন: ৩ দিনের মধ্যে প্রাথমিক প্রতিবেদন দিতে নির্দেশ
সচিবালয়ে আগুন: স্থানীয় সরকার মন্ত্রণালয়ের ২টি তদন্ত কমিটি গঠন