• ঢাকা শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১
logo

বীর মুক্তিযোদ্ধাদের অপদস্থ করায় মুক্তিযোদ্ধা সংহতি পরিষদের ক্ষোভ

আরটিভি নিউজ

  ২৬ ডিসেম্বর ২০২৪, ১৮:৪০

সম্প্রতি কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলায় ৭৮ বছর বয়স্ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানু কতিপয় জামায়াত-শিবিরের গুন্ডাদের হাতে অপদস্থ ও নিগ্রহের শিকার হওয়ায় মুক্তিযোদ্ধা সংহতি পরিষদ (মুসপ)-এই অনাকাঙ্ক্ষিত ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতি এই নিন্দা জানানো হয়। পাশাপাশি এই ন্যাক্কারজনক ঘটনার সাথে জড়িতদের অনতিবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহবান জানায় মুক্তিযোদ্ধা সংহতি পরিষদ।

বিবৃতিতে দেশব্যাপী জাতির পিতার ভাস্কর্যসহ মহান মুক্তিযুদ্ধ ও মুক্তিযুদ্ধের ভাস্কর্য কলঙ্কিত করা এবংবীর মুক্তিযোদ্ধাদের উপর অব্যাহত আক্রমণ ও অপমানের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানানো হয়েছে।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়