রাজনীতি ব্যবসায়িক কর্মকাণ্ডে পরিণত হলে সবকিছুই বৃথা যাবে: বদিউল আলম

আরটিভি নিউজ

শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪ , ০৮:১৯ এএম


রাজনীতি ব্যবসায়িক কর্মকাণ্ডে পরিণত হলে সবকিছুই বৃথা যাবে: বদিউল আলম
ফাইল ছবি

রাজনীতি জনকল্যাণে না হয়ে ব্যবসায়িক কর্মকাণ্ডে পরিণত হলে সবকিছুই বৃথা যাবে বলে মন্তব্য করেছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ড. বদিউল আলম মজুমদার।

বিজ্ঞাপন

শুক্রবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে (কেআইবি) ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজের (এফবিএস) আয়োজনে ঐক্য, সংস্কার ও নির্বাচন শীর্ষক জাতীয় সংলাপে তিনি এ মন্তব্য করেন।

বদিউল আলম মজুমদার বলেন, গণতান্ত্রিক উত্তরণ ও পরিবর্তন চাইলে নিজেদের মন-মানসিকতায় পরিবর্তন আনতে হবে। পাশাপাশি রাজনৈতিক সংস্কৃতিরও পরিবর্তন হতে হবে। মনোনয়ন বাণিজ্য বন্ধে রাজনৈতিক দলগুলোকে কার্যকরী ভূমিকা রাখতে হবে। এ ছাড়া তরুণ সমাজকেও এটি বন্ধে এগিয়ে আসতে হবে। 

বিজ্ঞাপন

তিনি বলেন, মনোনয়ন বাণিজ্য হলে রাজনীতি ব্যবসায় পরিণত হয়। এটি বন্ধ না হলে সবকিছুই পণ্ডশ্রম হবে। আইন করে এই মনোনয়ন বাণিজ্য বন্ধ করা যাবে না। এর জন্য রাজনীতিবিদদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন প্রয়োজন।

সংস্কার মানেই পরিবর্তন উল্লেখ করে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বলেন, আমাদের ঐক্যবদ্ধ হয়ে পরিবর্তন করতে হবে। একসঙ্গে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে হবে। সংস্কার প্রস্তাবের পর আইন হলেও আমাদের মনে রাখতে হবে যে, কাঠামো বিদ্যমান রয়েছে। সেই কাঠামো আমাদের তা করতে দেবে না। তাই আমাদের সোচ্চার ও প্রতিবাদী হয়ে নিজেদের করণীয়গুলো করতে হবে। 

আরটিভি/আইএম/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission