• ঢাকা বুধবার, ০১ জানুয়ারি ২০২৫, ১৭ পৌষ ১৪৩১
logo

সচিবালয়ে আগুন, প্রাথমিক তদন্তের রিপোর্ট জানা যাবে সোমবার

আরটিভি নিউজ

  ২৯ ডিসেম্বর ২০২৪, ১৫:৩৫
ছবি: সংগৃহীত

দেশের প্রশাসনিক প্রাণকেন্দ্র সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় গঠিত কমিটি সোমবার (৩০ ডিসেম্বর) তাদের প্রাথমিক তদন্ত প্রতিবেদন জমা দেবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম।

রোববার (২৯ ডিসেম্বর) দুপুরে সচিবালয়ের সামনে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

নাহিদ ইসলাম বলেন, সাত নম্বর ভবনে আগুন লাগার ঘটনায় তদন্ত চলছে। প্রাথমিক রিপোর্ট দাখিলের জন্য তাদের তিনদিনের সময় দেওয়া আছে। কালকে কিছুটা জানতে পারব।

তিনি বলেন, তথ্য উপদেষ্টা বলেন, ঘটনাটি আমাদের সবার মধ্যে একটি উদ্বেগের সৃষ্টি করেছে। সচিবালয়ে এভাবে আগুন লাগাটা আমরা ভাবছি পরিকল্পনা হতে পারে, স্যাবোটাজও হতে পারে। আর যদি সে রকমটা না হয়, তাহলে এই ধরনের দুর্ঘটনা সচিবালয়ে যাতে না ঘটে সেটার জন্য দীর্ঘমেয়াদি সংস্কার প্রয়োজন। আশা করি তদন্ত হলে সেটা বলতে পারব।

এ সময় সচিবালয়ের পাস নিয়েও কথা বলেন উপদেষ্টা।

তিনি বলেন, দর্শনার্থীদের পাস আমরা সীমিত করব। অস্থায়ী পাস যাদের ছিল তারা এই চার মাসে অনেক সমস্যা তৈরি করেছে। আগের সব পাস বাতিল হবে। নীতিমালা অনুসরণ করে আমরা নতুন করে পাস দেব।

আরটিভি/আইএম

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শেখ হাসিনাকে ফেরত না দিলেও দিল্লির সঙ্গে সম্পর্ক স্বাভাবিক থাকবে: পররাষ্ট্র উপদেষ্টা
এবার পাঠ্যবইয়ের মান ভালো হচ্ছে: শিক্ষা উপদেষ্টা
২০২৪ আমার জীবনের শ্রেষ্ঠ বছর: উপদেষ্টা আসিফ
বই বিতরণ নিয়ে ষড়যন্ত্র হচ্ছে: শিক্ষা উপদেষ্টা