• ঢাকা বুধবার, ০১ জানুয়ারি ২০২৫, ১৭ পৌষ ১৪৩১
logo

যৌথ অভিযানে শীর্ষ সন্ত্রাসী ‘চিংড়ি পলাশ’ আটক 

আরটিভি নিউজ

  ২৯ ডিসেম্বর ২০২৪, ১৭:১২
ছবি: সংগৃহীত

খুলনার অন্যতম শীর্ষ সন্ত্রাসী মো. পলাশ তালুকদার ওরফে ‘চিংড়ি পলাশ’ এবং তার স্ত্রীকে আটক করা হয়েছে।

রোববার (২৯ ডিসেম্বর) ভোরে সেনা ও নৌবাহিনী যৌথ অভিযান চালিয়ে তাদের আটক করে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানাধীন গোবরচাকা এলাকায় মাদক ও অস্ত্র উদ্ধারে যৌথ অভিযান পরিচালনা করে সেনাবাহিনী ও নৌবাহিনী। অভিযানে খুলনার অন্যতম শীর্ষ সন্ত্রাসী মো. পলাশ তালুকদার ওরফে চিংড়ি পলাশ এবং তার স্ত্রী পারভীন সুলতানা তিতলীকে আটক করা হয়।

এ সময় তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে বাড়ি তল্লাশী করে পাঁচটি ককটেল, দুটি রামদা, দুটি চাইনিজ কুড়াল ও অন্যান্য দেশীয় অস্ত্রসহ ছয়টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত মালামালসহ আটককৃতদের সোনাডাঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।

থানা সূত্রে জানা গেছে, চিংড়ি পলাশ দীর্ঘদিন ধরে সন্ত্রাসী কার্যক্রমের সঙ্গে জড়িত এবং তার নামে সোনাডাঙ্গা থানায় হত্যা, মাদক ও অস্ত্র মামলাসহ আটটি মামলা রয়েছে।

উল্লেখ্য, বর্তমান সরকারের নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে ‘ইন এইড টু সিভিল পাওয়ার’ এর আওতায় মাদক ও সন্ত্রাস নির্মূলে বাংলাদেশ নৌবাহিনীর নিয়মিতি অভিযান চলমান থাকবে।

আরটিভি/আরএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
থার্টিফার্স্ট নাইটে জাবিতে অভিযান: মদ্যপ অবস্থায় ঢাবি শিক্ষার্থীসহ আটক ৯
তারে ফানুস আটকালেও স্বাভাবিক মেট্রোরেল চলাচল
মাঝ পদ্মায় আটকা ফেরি, ঘন কুয়াশায় বন্ধ পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুট 
শিশু সন্তানকে হত্যার ভয় দেখিয়ে গৃহবধূকে ধর্ষণ, আটক ১