‘সাংবাদিকদের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করা হয়নি, সীমিত হয়েছে’
অন্তর্বর্তী সরকারের প্রেস উইং আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার বলেছেন, কোনো সাংবাদিকের কোনো অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল হয়নি। চলাচল সীমিত করা হয়েছে।
রোববার (২৯ ডিসেম্বর) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে নিয়মিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
আবুল কালাম আজাদ মজুমদার বলেন, দ্রুত অস্থায়ী ভিত্তিতে হলেও সাংবাদিকদের প্রবেশ করার ব্যবস্থা করা হবে। বিটের বাইরে কোনো সাংবাদিকের সচিবালয় যাওয়ার প্রয়োজন মনে করলে তাদের জন্যও একটি কমিটি গঠন করা হয়েছে।
প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি বলেন, সচিবালয় কার্ড রিভিউ করা হবে। সরকার মনে করে এই কার্ড সাংবাদিকদের বাইরেও অনেকের কাছে আছে, যারা এই কার্ড ব্যবহার করে লবিং করে।
তিনি জানান, সচিবালয়ে আগুনের ঘটনায় আগামীকাল প্রাথমিক তদন্ত প্রতিবেদন দেওয়া হবে। আলামত সংগ্রহ করা হয়েছে, বিদেশে পরীক্ষার জন্য পাঠানো হতে পারে। শেখ হাসিনার গ্রাফিতি মুছে ফেলার বিষয়টি ভুল বোঝাবুঝি। জুলাই আগস্টের গ্রাফিতি সংরক্ষণ করবে ঢাকা বিশ্ববিদ্যালয়।
এর আগে, সচিবালয়ে অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম জানান, সচিবালয়ে প্রবেশে সোমবার (৩০ ডিসেম্বর) থেকেই সাংবাদিকদের স্বল্প সংখ্যক অস্থায়ী পাস দেওয়া হবে। তিনি বলেন, ‘সচিবালয়ে প্রবেশের সব পাস বাতিল করে নতুন করে দেওয়া হবে। আগামীকাল থেকে সাংবাদিকদের প্রবেশে স্বল্প সংখ্যক অস্থায়ী পাস দেওয়া হবে।
শুক্রবার (২৭ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দায়িত্বরত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরীর স্বাক্ষর করা প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সচিবালয়ে প্রবেশে বেসরকারি ব্যক্তিদের জন্য দেওয়া সকল অস্থায়ী পাস বাতিল করা হল। এ ছাড়া সাংবাদিকদের জন্য দেওয়া অ্যাক্রিডিটেশন কার্ড দিয়ে সচিবালয়ে প্রবেশাধিকারও পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাতিল করা হয়। অর্থাৎ সাংবাদিকসহ বেসরকারি কেউ আপাতত সচিবালয়ে প্রবেশ করতে পারবেন না। আগুনের ঘটনায় উদ্ভূত পরিস্থিতিতে সচিবালয়ের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার পরিপ্রেক্ষিতে এই আদেশ জারি করা হয়।
এ ছাড়া নিরাপত্তার কথা মাথায় রেখেই অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শনিবার (২৮ ডিসেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে এ কথা জানান তিনি।
প্রেস সচিব শফিকুল আলম লেখেন, চলতি সপ্তাহে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কী পয়েন্ট ইন্সটলেশনের (কেপিআই) নিরাপত্তার কথা মাথায় রেখে সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকার শিগগিরই বিদ্যমান প্রেস অ্যাক্রিডিটেশন কার্ডগুলো পর্যালোচনা করবে এবং নতুন অ্যাক্রিডিটেশন কার্ড ইস্যু করার জন্য স্থানীয় এবং আন্তর্জাতিক সংবাদ মাধ্যমকে আবেদনের জন্য আমন্ত্রণ জানাবে।
আরটিভি/এমএ
মন্তব্য করুন