হাসিনাসহ ৯ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে মাইকেল চাকমার অভিযোগ
শেখ হাসিনাসহ ৯ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গুমের লিখিত অভিযোগ জমা দিয়েছেন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) নেতা মাইকেল চাকমা।
সোমবার (৩০ ডিসেম্বর) সকালে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয়ে তিনি এ অভিযোগ জমা দেন।
এ সময় গুমের সময় যে গামছা দিয়ে হাত বাঁধা হয়েছিল সেটিও ট্রাইব্যুনালে দাখিল করেন মাইকেল চাকমা।
এর আগে, পাঁচ বছর গুম করে রাখার ঘটনায় গত ১৮ ডিসেম্বর শেখ হাসিনাসহ অজ্ঞাতপরিচয় আসামিদের বিরুদ্ধে ট্রাইব্যুনালে মৌখিক অভিযোগ দায়ের করেন মাইকেল চাকমা।
তার অভিযোগ, ২০১৯ সালের ৯ এপ্রিল রাজধানীর কল্যাণপুর এলাকা থেকে তাকে তুলে নিয়ে যাওয়া হয়। এরপর থেকে ৫ বছর ৪ মাস কয়েক জায়গায় গুম করে রাখা হয় তাকে। এরপর আওয়ামী লীগ সরকারের পতনের দুদিন পর ৭ আগস্ট ভোরে চট্টগ্রামের একটি স্থানে তাকে চোখ বাঁধা অবস্থায় ছেড়ে দেওয়া হয়।
আরটিভি/আরএ/এস
মন্তব্য করুন