‘প্রোক্লেমেশন অব জুলাই রেভল্যুশন’ কর্মসূচি স্থগিতের বিজ্ঞপ্তি ভুয়া
কেন্দ্রীয় শহীদ মিনারে মঙ্গলবার (৩১ ডিসেম্বর) ‘প্রোক্লেমেশন অব জুলাই রেভল্যুশন’ দেওয়ার কর্মসূচি স্থগিত হয়নি। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া বিজ্ঞপ্তিটি ভুয়া।
সোমবার (৩০ ডিসেম্বর) রাত ১১টা ৫০ মিনিটের দিকে নিশ্চিত করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সেল সম্পাদক (দপ্তর সেল) জাহিদ আহসান।
জাহিদ বলেন, ‘ফেসবুকে ছড়িয়ে পড়া প্রেস রিলিজটি ভুয়া। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এমন কোনো বিজ্ঞপ্তি দেয়নি। আমরা সংবাদ সম্মেলন করে আমাদের পরবর্তী সিদ্ধান্ত জানিয়ে দেবো।’
সোমবার দিনগত রাত ১২টায় সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন ডাকা হয়। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত আধা ঘণ্টার বেশি পেরিয়ে গেলেও সংবাদ সম্মেলন শুরু হয়নি।
জানা গেছে, কার্যালয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির বৈঠক চলছে। বৈঠকে মঙ্গলবারের কর্মসূচি নিয়ে আলোচনা চলছে।
এ বিষয়ে রাত সাড়ে ১২টায় জাহিদ আহসান বলেন, ‘আমাদের একটু দেরি হচ্ছে। আলোচনা চলমান। কিছুক্ষণের মধ্যেই আমরা ব্রিফ করবো।’
আরটিভি/এসএপি
মন্তব্য করুন