মঙ্গলবার জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্রের কর্মসূচি হবে: হান্নান মাসুদ
‘প্রোক্লেমেশন অব জুলাই রেভল্যুশন’ বা জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্রের কর্মসূচি মঙ্গলবার (৩১ ডিসেম্বর) অনুষ্ঠিত হবে। তবে এদিন জুলাই ঘোষণাপত্র প্রকাশ করা হচ্ছে না।
সোমবার (৩০ ডিসেম্বর) রাত পৌনে একটার দিকে রাজধানীর বাংলামোটরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে বৈঠক শেষে এ কথা জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসুদ।
সমন্বয়ক মাসুদ হান্নান বলেন, ‘আমরা পূর্ববর্তী যে কর্মসূচি দিয়েছি, আমরা বিপ্লবীরা কেন্দ্রীয় শহীদ মিনারে একত্রিত হব। সরকারের পক্ষ থেকে ঘোষণাপত্র আসবে, কিন্তু তাই বলে আমাদের একত্রিত হওয়া বন্ধ হয়ে যাবে না। আগামীকাল শহীদ মিনারে আহত থেকে শুরু করে শহীদ পরিবার এবং ঢাকা শহরের বাসিন্দারা ৫ আগস্টের মতো অবস্থান নেবে।’
তিনি বলেন, ‘জুলাই বিপ্লবের ঐতিহাসিক দলিল যাতে আমরা উপস্থাপন না করতে পারি, সেক্ষেত্রে বিভিন্ন ধরনের বাধা সৃষ্টি করা হয়েছে। কিন্তু সরকার এটির ব্যাপারে সম্মতি দিয়েছে। এটা আমাদের প্রাথমিক বিজয়।’
এসময় ৫ জুলাইয়ে যেমন নারী পুরুষ নির্বিচারে রাস্তায় নেমে এসেছিলেন, তেমনি মঙ্গলবারও সবাইকে শহীদ মিনারে জড়ো হওয়ার আহবান জানান সমন্বয়ক আবদুল হান্নান মাসুদ।
আরটিভি/এসএপি
মন্তব্য করুন