• ঢাকা রোববার, ০৫ জানুয়ারি ২০২৫, ২১ পৌষ ১৪৩১
logo

সংস্কার কমিশনের প্রতিবেদন জমার সময় বাড়ল

আরটিভি নিউজ

  ৩১ ডিসেম্বর ২০২৪, ১৪:৪২
সংস্কার কমিশন
ফাইল ছবি

অন্তর্বর্তী সরকারের করা সংস্কার কমিশন গুলোর প্রতিবেদন জমার সময় বেড়েছে। ছয়টি সংস্কার কমিশনের প্রতিবেদন ৩১ ডিসেম্বরের মধ্যে জমা দেয়ার কথা ছিল।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জানা গেছে, কমিশনগুলো সময় বাড়িয়ে নিয়েছে।

পুলিশ সংস্কার কমিশনের আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ জানিয়েছেন, মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়িয়েছে তারা। এর মধ্যে তারা প্রতিবেদন জমা দিবেন।

নির্বাচন সংস্কার কমিশন প্রধান বদিউল আলম মজুমদার বলেছেন, আগামী ৩ জানুয়ারি তাদের প্রতিবেদন জমা দেয়া হবে।

অপরদিকে দুর্নীতি দমন কমিশন (দুদক) সংস্কার কমিশন প্রধান ইফতেখারুজ্জামান বলেন, গত ৩ অক্টোবর সংস্কার কমিশন গঠন করা হলেও তারা কাজ শুরু করেছে ৭ অক্টোবর। তাই ৭ জানুয়ারির মধ্যে তারা প্রতিবেদন জমা দিবেন।

এদিকে, আগামী ৭ জানুয়ারি সংবিধান সংস্কার কমিশন তাদের প্রতিবেদন জমা দিবেন বলে জানা গেছে।

আরটিভি/এএইচ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দ্বিকক্ষবিশিষ্ট সংসদসহ যেসব প্রস্তাবনা দিতে যাচ্ছে সংবিধান সংস্কার কমিশন
ছয় সংস্কার কমিশনের মেয়াদ বাড়ল
নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের মেয়াদ বাড়ল
রাজনীতি ব্যবসায়িক কর্মকাণ্ডে পরিণত হলে সবকিছুই বৃথা যাবে: বদিউল আলম