• ঢাকা শনিবার, ০৪ জানুয়ারি ২০২৫, ২০ পৌষ ১৪৩১
logo

মার্চ ফর ইউনিটি

অভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের সদস্যরা শহীদ মিনারে জড়ো হচ্ছেন

আরটিভি নিউজ

  ৩১ ডিসেম্বর ২০২৪, ১৫:২০

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বানে ‘মার্চ ফর ইউনিটি’তে যোগ দিতে শহীদ মিনার জড়ো হচ্ছেন ছাত্র-জনতা, অভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের সদস্যরা।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকাল থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে শহীদ মিনার এলাকায় জমায়েত হতে শুরু করেন তারা।

এ সময় ছাত্র-জনতা ‘আমার ভাই কবরে, খুনি কেন বাইরে’, ‘দিল্লি না ঢাকা ঢাকা’, ‘রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়’, ‘আবু সাঈদ মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ,’ ‘ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, খুনি হাসিনার ফাঁসি চাই’ ইত্যাদি স্লোগান দিতে দিতে শহীদ মিনারে জড়ো হতে থাকেন।

কারও কারও হাতে ব্যানার ফেস্টুন আর পতাকা নিয়ে প্রস্তুতি গ্রহণ করতে দেখা যায়।

চট্টগ্রাম, নাটোর, পঞ্চগড়, সিরাজগঞ্জসহ বিভিন্ন জেলা থেকে আসা ছাত্র-জনতা ভোর থেকে শহীদ মিনার ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় অবস্থান নেন। ছাত্র-জনতার বিভিন্ন দল শহীদ মিনারের আশপাশে অবস্থান নিতে দেখা গেছে। শহীদ মিনার সামনেও চেয়ারে বসে অনেক বিপ্লবীদের অবস্থান করতে দেখা যায়।

প্রসঙ্গত, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আজ শহীদ মিনারে স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করার কথা ছিল। পরে অন্তর্বর্তী সরকার এ ঘোষণাপত্র পাঠ করবে জানালে আজ ঘোষণাপত্র পাঠ হবে কি না তা নিয়ে বিভ্রান্তি শুরু হয়। এমন প্রেক্ষাপটে সোমবার (৩০ ডিসেম্বর) রাত পৌনে ২টার দিকে রাজধানীর বাংলামোটরে নিজেদের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সেখানে বলা হয়, আজ মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বিকেল ৩টায় কেন্দ্রীয় শহীদ মিনারে ‘মার্চ ফর ইউনিটি’ (ঐক্যের জন্য যাত্রা) কর্মসূচি পালন করা হবে।

আরটিভি/এস

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শহীদ মিনারে দেওয়া বক্তব্য-পোস্টার জাতীয় ঐক্যে বাধা হতে পারে: এ্যানি
শনিবার নাগরিক সমাবেশ করবে জাতীয় বিপ্লবী পরিষদ
ঢাকা থেকে ফেরার পথে জামালপুরে বৈষম্যবিরোধীদের বাসে হামলা
কুমিল্লার সাবেক এমপি নাসিমুল কারাগারে