• ঢাকা রোববার, ০৫ জানুয়ারি ২০২৫, ২১ পৌষ ১৪৩১
logo

ডিবির সেই ডিসিকে বদলি

আরটিভি নিউজ

  ০১ জানুয়ারি ২০২৫, ২২:০৭
ডিবির সেই ডিসিকে বদলি
ফাইল ছবি

আটকের পর শ্রমিক লীগ নেতা হামিদুর রহমানকে ছেড়ে দেওয়ার ঘটনায় আলোচিত উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ আলী হোসেনকে বদলি করা হয়েছে।

বুধবার (১ জানুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব আবু সাঈদের স্বাক্ষর করা এক আদেশে তাকে ট্যুরিস্ট পুলিশে বদলি করা হয়।

মুহাম্মদ আলী চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) বন্দর ও পশ্চিম জোনের দায়িত্বে ছিলেন।

জানা গেছে, গত ১৭ ডিসেম্বর দুপুরে হামিদুরকে আটক করে ডিবি বন্দর ও পশ্চিম জোনের স্পেশাল টিম। তিনি জাতীয় শ্রমিক লীগের অন্তর্ভুক্ত মেঘনা পেট্রোলিয়াম শ্রমিক ইউনিয়নের (সিবিএ) সাধারণ সম্পাদক। বৈষম্যবিরোধী আন্দোলনকালে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় তার নামে মামলা রয়েছে।

এদিকে হামিদুরকে আটকের পর যুব দলের কয়েকজন নেতা তার বিস্তারিত পরিচয় ডিবিতে উপস্থাপন করেন। এতে বলা হয়, হামিদুর রহমান চট্টগ্রাম আইন কলেজে পড়াকালে ছাত্রদলের লোক ছিলেন। নগর যুব দলের কয়েকজন নেতা তাকে ছাড়ানোর যাবতীয় ব্যবস্থা করেন। একপর্যায়ে এজাহারভুক্ত মামলার আসামি হামিদুরকে আদালতে সোপর্দ না করে ছেড়ে দেওয়া হয়।

এ ঘটনায় পুলিশ সদরদপ্তর এবং সিএমপিতে বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা হয়।

আরটিভি/আরএ/এআর

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ডিসি পার্কে ফুল উৎসব উদ্বোধন
শেষবারের মতো এফডিসিতে নায়িকা অঞ্জনা 
অযোগ্য ব্যক্তিদের কারণেই বিএমডিসি রেজিস্ট্রেশন থেকে বঞ্চিত ডেন্টাল টেকনোলোজিস্টরা: নুর
১৪৮ চিকিৎসককে বদলি