পুলিশের ৬৫ ঊর্ধ্বতন কর্মকর্তাকে একযোগে বদলি
বাংলাদেশ পুলিশের ডিআইজি, অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার পদমর্যাদার ঊর্ধ্বতন ৬৫ কর্মকর্তাকে একযোগে বদলি করা হয়েছে। এদের মধ্যে তিনজন ডিআইজি, ১৪ জন অতিরিক্ত ডিআইজি ও ৪৮ জন পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তা।
বুধবার (১ জানুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে প্রকাশিত পৃথক দুটি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
একটি প্রজ্ঞাপনে ১৭ জনকে বদলি করা হয়েছে। যেখানে ডিআইজি, অতিরিক্ত ডিআইজি, অতিরিক্ত কমিশনার, উপকমিশনার, যুগ্ম কমিশনার ও পুলিশ সুপার পদ মর্যাদার কর্মকর্তারা রয়েছে।
অপর আরেকটি প্রজ্ঞাপনে ৪৮ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। যাদের মধ্যে ১৭ জন সুপারনিউমারারিতে পদোন্নতিপ্রাপ্ত। এ ছাড়া মিশন থেকে ফেরত আসাদের একটা অংশ এই আদেশের মাধ্যমে পদায়ন করা হয়েছে।
এদিকে মঙ্গলবার (৩১ ডিসেম্বর) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সহকারী পুলিশ কমিশনার (এসি) পদমর্যাদার সাত কর্মকর্তাকে বদলি করা হয়। ডিএমপি কমিশনার মো. সাজ্জাত আলীর সই করা এক অফিস আদেশে তাদের বদলি করা হয়।
বদলির আদেশ পাওয়া কর্মকর্তারা হলেন—ডিএমপি ট্রাফিকের মতিঝিল বিভাগের সবুজবাগ জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. হাফিজুর রহমানকে ডিএমপি সদর দফতরে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট (আরঅ্যান্ডডি-২) বিভাগ, ট্রাফিক উত্তরা বিভাগের এয়ারপোর্ট জোনের সাখাওয়াত হোসেন সেন্টুকে ডিএমপির সদর দফতরে সিটি অ্যাডমিন অ্যান্ড লজিস্টিক বিভাগের (ক্রাইম সিন অ্যান্ড সাপোর্ট), ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) মিরপুর বিভাগের এহসানুল কামরান তানভীরকে মিরপুর বিভাগের দারুস সালাম জোনের এসি করা হয়েছে।
এ ছাড়া ডিএমপি সদর দফতরের সহকারী পুলিশ কমিশনার (এসি) মোহাম্মদ আক্কাস আলীকে ডিএমপির মতিঝিল বিভাগে, সোহেল রানাকে ট্রাফিকের উত্তরা বিভাগে, মো. ওমর ফারুককে গুলশান বিভাগের এসি প্যাট্রল (ক্যান্টনমেন্ট) এবং একই দায়িত্ব পালন করা মো. দেলোয়ার হোসেনকে ডিএমপি সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে।
আরটিভি/একে/এআর
মন্তব্য করুন