• ঢাকা রোববার, ০৫ জানুয়ারি ২০২৫, ২১ পৌষ ১৪৩১
logo

রাঙ্গামাটিতে ইউপিডিএফের আস্তানায় সেনাবাহিনীর অভিযান, নিহত ১

আরটিভি নিউজ

  ০২ জানুয়ারি ২০২৫, ১৯:৪৯
ছবি: আইএসপিআর

পার্বত্য চট্টগ্রামের রাঙ্গামাটির নানিয়ারচর উপজেলার পেরাছড়া এলাকায় সেনাবাহিনীর সঙ্গে ইউপিডিএফ সদস্যদের গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ইউপিডিএফের এক সদস্য নিহত হয়েছে।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) বিকেলে আইএসপিআর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আইএসপিআর জানায়, নানিয়ারচর উপজেলার পেরাছড়া এলাকায় ইউপিডিএফের গোপন আস্তানার সন্ধান পেয়ে বৃহস্পতিবার ভোর ৫টা ৫০ মিনিটের দিকে অভিযান শুরু করে সেনাবাহিনীর সদস্যরা। এসময় সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে গুলি ছোড়ে ইউপিডিএফ সদস্যরা। এ ঘটনায় ইউপিডিএফের (মূল) এক সদস্য গুলিবিদ্ধ হয়ে নিহত হয় এবং বেশ কয়েকজন আহতাবস্থায় গহীন জঙ্গলে পালিয়ে যায়।

পরে সেখানে তল্লাশি চালিয়ে তাদের ব্যবহৃত একটি অ্যাসল্ট রাইফেল (এম-১৬), ২ রাউন্ড এমজি/স্নাইপার অ্যামোনিশন, ৯০ রাউন্ড রাইফেল অ্যামোনিশন, একটি ওয়াকি-টকি সেট ও ১২টি মোবাইল ফোনসহ বেশকিছু সরঞ্জামাদি উদ্ধার করা হয়।

আইএসপিআর আরও জানায়, পালিয়ে যাওয়া সদস্যদের সন্ধানে সেনা অভিযান চলমান রয়েছে।

আরটিভি/এমএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হদিস মিলল সেই মেজর জিয়ার, মামলা প্রত্যাহারের আবেদন
রাঙ্গামাটিতে ইউপিডিএফ’র ক্যাম্পের সন্ধান পেয়েছে সেনাবাহিনী
পুলিশ, র‌্যাব ও সেনাবাহিনীর কঠোর নিরাপত্তায় মিরপুর স্টেডিয়াম
পাকিস্তানে সেনাবাহিনীর অনুষ্ঠানে যোগ দিলেন বিএনপির হাফিজ উদ্দিন