• ঢাকা রোববার, ০৫ জানুয়ারি ২০২৫, ২১ পৌষ ১৪৩১
logo

নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের মেয়াদ বাড়ল

আরটিভি নিউজ

  ০২ জানুয়ারি ২০২৫, ২৩:১৭
নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের মেয়াদ বাড়ল
ফাইল ছবি

রাষ্ট্রপতির আদেশক্রমে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের মেয়াদ বাড়ানো হয়েছে।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

প্রজ্ঞাপন অনুযায়ী, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের মেয়াদ ১৫ জানুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে।

এর আগে, গত ৩ অক্টোবর বদিউল আলম মজুমদারকে প্রধান করে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার। কমিশন গঠনের তিন মাসের মধ্যে অর্থাৎ ৩ জানুয়ারি তাদের প্রতিবেদন দেওয়ার কথা ছিল। তবে কমিশনের মেয়াদ বাড়ানোর কারণে ১৫ জানুয়ারি পর্যন্ত প্রতিবেদন দেওয়ার সময় পেল তারা।

উল্লেখ্য, গত ১১ সেপ্টেম্বর জাতির উদ্দেশে দেওয়া ভাষণে ছয়টি সংস্কার কমিশন গঠনের ঘোষণা দেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস। সেগুলো হলো নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশন, পুলিশ প্রশাসন সংস্কার কমিশন, বিচার বিভাগ সংস্কার কমিশন, দুর্নীতি দমন সংস্কার কমিশন, জনপ্রশাসন সংস্কার কমিশন এবং সংবিধান সংস্কার কমিশন।

এরপর গত ৩ অক্টোবর পাঁচটি কমিশন এবং পরে ৭ অক্টোবর সংবিধান সংস্কার কমিশন গঠনের প্রজ্ঞাপন জারি হয়।

আরটিভি/আরএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নির্বাচনের দুটি সম্ভাব্য সময় জানালেন প্রধান উপদেষ্টা
আগামী নির্বাচন সম্পূর্ণ অবাধ ও সুষ্ঠু হবে: প্রধান উপদেষ্টা
দ্বিকক্ষবিশিষ্ট সংসদসহ যেসব প্রস্তাবনা দিতে যাচ্ছে সংবিধান সংস্কার কমিশন
নির্বাচনের আগেই সব সংস্কার প্রয়োজন নেই: জোনায়েদ সাকি