• ঢাকা সোমবার, ০৬ জানুয়ারি ২০২৫, ২২ পৌষ ১৪৩১
logo

মতপার্থক্য থাকলেও ইসলামী দলগুলোকে ঐক্যবন্ধ থাকার আহ্বান আহমাদুল্লাহর

আরটিভি নিউজ

  ০৩ জানুয়ারি ২০২৫, ২৩:২৫
ফাইল ছবি

ইসলামী দলগুলোর মধ্যে মতপার্থক্য থাকলেও ইসলামের স্বার্থে সবাইকে ঐক্যবব্ধ থাকার আহ্বান জানিয়েছেন আস সুন্নাহ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ।

শুক্রবার (৩ জানুয়ারি) রাতে যশোরে তিন দিনব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের তৃতীয় দিনের বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

শায়খ আহমাদুল্লাহ বলেন, আমাদের সমাজে ভালোগুণের দুর্ভিক্ষ চলছে। এর অন্যতম আদাব শিষ্টাচার। শিশু থেকে বৃদ্ধা পর্যন্ত শিষ্ঠাচাররের ভয়াবহ অভাব লক্ষ করছি।

তিনি বলেন, আমাদের দেশে পশ্চিমা সংস্কৃতি বাস্তবায়ন করতে একটি গোষ্ঠী কাজ করছে। তারা এই সমাজে লুকিয়ে থেকে ইসলামের কৃষ্টি-কালচার মুছে দিতে বহু উদ্যোগ নিয়েছে। এ অবস্থায় আমাদের প্রয়োজন কোরআন শিক্ষা ধারণ করে প্রচার করে প্রতিষ্ঠিত করা। এই শিক্ষা ঘরে-বাইরে, আইনে, সংবিধানে, সংসদে সর্বত্র বাস্তবায়ন করে ভিনদেশি পশ্চিমা সংস্কৃতির ষড়যন্ত্রকে মোকাবেলা করতে হবে।

আস সুন্নাহ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বলেন, থার্টিফার্স্ট নাইটের নামে ভিনদেশি সংস্কৃতিতে ঝুঁকে পড়েছে তরুণ সমাজ। এতো প্রচার-প্রচারণার পরেও থার্টিফার্স্ট নাইটে বুদ্ধিপ্রতিবন্ধী ব্যক্তিরা শব্দ সন্ত্রাসে মেতেছিলেন। শতশত মানুষের কষ্টের কারণ হয়েছে।

এ সময় ভিনদেশি অপসংস্কৃতি আমদানি করা থেকে বিরত থাকতে এবং থামাতে সবার প্রতি আহ্বান জানান শায়খ আহমাদুল্লাহ।

আরটিভি/আরএ/এআর

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আজ একই মঞ্চে আজহারী-আহমাদুল্লাহ, বয়ান দেবেন যখন
সবাইকে ধৈর্য ধরার আহ্বান আজহারী ও শায়খ আহমাদুল্লাহর
আয়করমুক্ত সুবিধা পেল আস-সুন্নাহ ফাউন্ডেশন
পাঠ্যপুস্তক সংশোধন কমিটি নিয়ে শায়খ আহমাদুল্লাহর কড়া বার্তা