• ঢাকা মঙ্গলবার, ০৭ জানুয়ারি ২০২৫, ২৩ পৌষ ১৪৩১
logo

বিমানবন্দর থেকে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

আরটিভি নিউজ

  ০৪ জানুয়ারি ২০২৫, ১৬:৫৮
বিমানবন্দর থেকে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
ফাইল ছবি

বিদেশে পালিয়ে যাওয়ার সময় হত্যা মামলার আসামি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা আশরাফুল আলম হামিমকে (২৩) গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (৪ ডিসেম্বর) দুপুরে ময়মনসিংহের নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ আহমেদ গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃত হামিম উপজেলার আলাবক্সপুর এলাকার মো. আবুল কালামের ছেলে। তিনি নান্দাইল শহীদ স্মৃতি আদর্শ ডিগ্রি কলেজ শাখার ছাত্রলীগ নেতা।

ওসি ফরিদ আহমেদ বলেন, ময়মনসিংহের নান্দাইলে কলেজ ছাত্র মুরাদ হাসান (১৭) হত্যা মামলায় আসামিদের গ্রেপ্তারের অভিযান চলছিল। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি হত্যাকাণ্ডের মূল হোতা হামিম বিদেশ চলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। এ অবস্থায় শুক্রবার রাতে কাতার যাওয়ার পূর্ব মুহূর্তে তাকে বিমানবন্দর থানা পুলিশের সহায়তায় গ্রেপ্তার করা হয়।

তিনি আরও বলেন, আসামি হামিমকে নান্দাইল থানা পুলিশের হেফাজতে নিয়ে আসার কাজ প্রক্রিয়াধীন। বিস্তারিত সংবাদ সম্মেলনের মাধ্যমে পরে জানানো হবে।

উল্লেখ্য, গত বছর উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে ৩১ মে রাতে আনারস প্রতীকের নির্বাচনী লিফলেট বিতরণের সময় ছাত্রলীগের নেতাকর্মীদের ছুরিকাঘাতে কলেজ ছাত্র মুরাদ নিহত হয়।

এ ঘটনায় নিহতের বাবা তোফাজ্জল হোসেন ভূইয়া বাদী হয়ে ছাত্রলীগের নেতাকর্মীসহ ১১ জনের নামে হত্যা মামলা দায়ের করেন।

আরটিভি/আরএ/এআর

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শরীয়তপুর সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি গ্রেপ্তার
সাবেক মন্ত্রী লতিফ বিশ্বাসের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে মামলা
আরও ১২৪ কোটি টাকার অবৈধ সম্পদ, সেই মতিউরের বিরুদ্ধে মামলা
প্রতারণার মাধ্যমে ৫০ কোটি টাকা আত্মসাৎ, ৩০ মামলার আসামি গ্রেপ্তার