• ঢাকা মঙ্গলবার, ০৭ জানুয়ারি ২০২৫, ২৩ পৌষ ১৪৩১
logo

ম্যানেজমেন্ট এফবিএস ক্লাবের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

আরটিভি নিউজ

  ০৪ জানুয়ারি ২০২৫, ১৯:১৪

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের অ্যালামনাই অ্যাসোসিয়েশন ও সামাজিক সংগঠন ‘ম্যানেজমেন্ট এফবিএস ক্লাব লিমিটেড’ এবং ‘আমেনা শেখ সমাজকল্যাণ সংস্থার’ উদ্যোগে নারীদের স্বাস্থ্য সচেতনতা ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩ জানুয়ারি) সিরাজগঞ্জের মাসুমপুরে নারীদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও সহায়তা প্রদানের লক্ষ্যে এই ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

বিকাল ৪টায় শুরু হওয়া এই বিশেষ উদ্যোগে প্রায় ৫০০ জন নারীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করে। এই কার্যক্রমের মূল উদ্দেশ্য ছিল নারীদের দৈনন্দিন স্বাস্থ্য সচেতনতা বাড়ানো এবং তাদের প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা নিশ্চিত করা।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল নারীদের জন্য বিশেষ স্বাস্থ্য সচেতনতা সেশন। সেশনটি পরিচালনা করেন দেশের খ্যাতিমান গাইনোকলজি ও অবস্টেট্রিক্স বিশেষজ্ঞ, থাইল্যান্ডের ফেলোশিপপ্রাপ্ত ডা. জান্নাতুল ফেরদৌস। তিনি সুষম খাদ্যাভ্যাস, ব্যক্তিগত পরিচ্ছন্নতা, মাসিক স্বাস্থ্য, প্রজনন স্বাস্থ্য এবং সাধারণ স্বাস্থ্য সমস্যা মোকাবেলার কৌশল নিয়ে আলোচনা করেন। এছাড়াও তিনি উপস্থিত নারীদের বিনামূল্যে স্বাস্থ্য পরামর্শ প্রদান করেন।

ডা. জান্নাতুল ফেরদৌস বলেন, নারীদের সুস্বাস্থ্য নিশ্চিত করতে সচেতনতা অত্যন্ত জরুরি। নিয়মিত চিকিৎসা পরামর্শ গ্রহণ এবং সঠিক জীবনধারা অনুসরণ করতে হবে। আমাদের স্বাস্থ্যের প্রতি যত্নশীল হলে পরিবারও সুস্থ থাকবে।

ম্যানেজমেন্ট এফবিএস ক্লাব লিমিটেডের সহ-সভাপতি সেলিনা সিদ্দিকা আন্না অনুষ্ঠানটি পরিচালনা করেন। এসময় উপস্থিত ছিলেন জনতা ব্যাংকের ডেপুটি জেনারেল ম্যানেজার মোঃ সামছুল হুদা, ম্যানেজমেন্ট এফবিএস ক্লাব লিমিটেডের সমাজকল্যাণ সম্পাদক ও অ্যাপারেল সিগনেচার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এস এম ফুরকান আলী, কার্যনির্বাহী কমিটির সদস্য গোলাম মোস্তফা (পাবেল) এবং সম্মানিত জীবন সদস্য আব্দুল্লাহ আল মাসুদ (অশ্রু) ও মো. সারওয়ার হোসেন।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ডিএসইসি সদস্যদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
মহান বিজয় দিবস উপলক্ষে ডিএসইসির সদস্যদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প
বিজয় দিবসে মুগদায় ফ্রি মেডিকেল ক্যাম্প
বিজয় দিবস উপলক্ষে শিক্ষাবৃত্তি প্রদান ও ফ্রি মেডিকেল ক্যাম্প