সেভেন সিস্টার্স রক্ষার জন্য ভারত মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিল: সারজিস
বাংলাদেশের মানুষের জন্য নয়, নিজের সেভেন সিস্টার্স রক্ষা করার জন্য ভারত মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক সারজিস আলম।
শনিবার (৪ জানুয়ারি) দুপুরে চট্টগ্রাম নগরীর পলোগ্রাউন্ড মাঠে আয়োজিত এক গোল টেবিল বৈঠকে তিনি এ কথা বলেন।
সারজিস আলম বলেন, আমাদের তরুণ প্রজন্মকে বোঝাতে হবে ভারত কীভাবে ১৯৭১ সালে নিজের প্রতিদ্বন্দ্বী রাষ্ট্র পাকিস্তানকে দ্বিখণ্ডিত করার অন্তর্নিহিত ইচ্ছার বহিঃপ্রকাশ করেছিল। তারা শুধু বাংলাদেশের মানুষের জন্য নয়, নিজের সেভেন সিস্টার্সকে সেভ করার জন্য মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে।
তিনি বলেন, ভারত একাত্তরে মুক্তিযুদ্ধকে নিজেদের যুদ্ধ হিসেবে হাজির করানোর চেষ্টা করছে। আওয়ামী লীগও তাদের আমলে বাংলাদেশের স্বাধীনতা ভারত এনে দিয়েছে প্রতিষ্ঠা করেছে। ভারত বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধকে ভারত-পাকিস্তানের যুদ্ধ হিসেবে প্রেজেন্ট করছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এই মুখ্য সংগঠক বলেন, একাত্তর ও তার পরবর্তী সময় ভারতের ভূমিকার মধ্যে কোনগুলো তাদের এবং কোনগুলো আমাদের স্বার্থে ছিল- সেগুলো আমাদের লেখা, কথা ও চিন্তায় তুলে ধরতে হবে।
সারজিস আলম বলেন, আওয়ামী লীগ বিগত ১৬ বছরে ভারতকে বাংলাদেশের মনিবের কাতারে নিয়ে গেছে। ক্ষমতাকে নিরাপদ করতে তারা স্বেচ্ছায় দাসত্ব বরণ করেছে।
তিনি বলেন, আওয়ামী লগের কাছে দেশ ও দেশের সার্বভৌমত্বের চেয়ে ক্ষমতার মূল্য বেশি ছিল। যেকোনো মূল্যে তারা ক্ষমতায় থাকতে চেয়েছিল।
আরটিভি/আরএ/এআর
মন্তব্য করুন