• ঢাকা মঙ্গলবার, ০৭ জানুয়ারি ২০২৫, ২৩ পৌষ ১৪৩১
logo

প্রাথমিক শিক্ষার ২৬৩ কোটি টাকা ব্যয়ে দুর্নীতির অভিযোগ, অভিযানে দুদক

আরটিভি নিউজ

  ০৫ জানুয়ারি ২০২৫, ১২:৫২
প্রাথমিক শিক্ষার ২৬৩ কোটি টাকা ব্যয়ে দুর্নীতির অভিযোগ, অভিযানে দুদক
ফাইল ছবি

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আওতায় একটি প্রকল্পে ২৬৩ কোটি ব্যয়ে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ তদন্তে অভিযানে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার (৫ জানুয়ারি) রাজধানী তেজগাঁওয়ে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর কার্যালয়ে দুদকের সহকারী পরিচালক জাফর সাদেক শিবলীর নেতৃত্বে একটি টিম এ অভিযান পরিচালনা করছে। সবশেষ প্রাপ্ত তথ্যানুযায়ী, অভিযানকালে নথিপত্র সংগ্রহ ও অভিযোগ সংশ্লিষ্টদের বক্তব্য নেওয়া হচ্ছে।

অভিযোগ সূত্রে জানা যায়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আওতায় পরিচালিত আউট অব স্কুল চিলড্রেন এডুকেশন কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে শিখন কেন্দ্রের বিদ্যালয় বহির্ভূত (ঝরে পড়া এবং ভর্তি না হওয়া) ৮-১৪ বছরের শিশুদের প্রাথমিক শিক্ষা গ্রহণের জন্য দ্বিতীয় বার সুযোগ দেওয়া এবং আনুষ্ঠানিক শিক্ষার মূলধারায় ফিরিয়ে আনা এই কর্মসূচির মূল লক্ষ্য ছিল।

বিগত আওয়ামী লীগ সরকারের আমলে এ মেগা প্রকল্প নেওয়া হয়েছিল। ওই কর্মসূচির আওতায় যেসব এনজিও নিয়োগ দেওয়া হয়েছে, তা দলীয় বিবেচনায় নিয়োগ দেওয়ার কারণে আউট অব স্কুল চিলড্রেন শিক্ষা কর্মসূচি মুখ থুবড়ে পড়েছে বলে অভিযোগ উঠেছে। গত জুন মাসে এ প্রকল্পে ২৬৩ কোটি টাকা ব্যয় দেখানো হয়েছে। এ ব্যয়েই দুর্নীতি ও অনিয়মের অভিযোগ উঠেছে।

আরটিভি/এসএইচএম/এস

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রাথমিকে ৬ হাজার ৫৩১ পদে নিয়োগের দাবিতে সংবাদ সম্মেলন
নিজের বিরুদ্ধে অভিযোগ তদন্তের আহ্বান জানালেন টিউলিপ
দেশে অসংখ্য বিশ্ববিদ্যালয় থাকলেও শিক্ষার্থীরা যোগ্য হচ্ছে না: ড. শামসুদ্দিন
টিউলিপ সিদ্দিকের দুর্নীতি নিয়ে যা বললেন ব্রিটিশ প্রধানমন্ত্রী