• ঢাকা মঙ্গলবার, ০৭ জানুয়ারি ২০২৫, ২৩ পৌষ ১৪৩১
logo

খুলে দেওয়া হয়েছে সচিবালয়ে আগুনে পুড়ে যাওয়া ৭ নম্বর ভবন

আরটিভি নিউজ

  ০৫ জানুয়ারি ২০২৫, ১২:৫২
ফাইল ছবি

আগুন লাগার ১১ দিন পর অনেকটাই স্বাভাবিক হলো সচিবালয়। আগুনে ক্ষতিগ্রস্ত ৭ নম্বর ভবন খুলে দেওয়া হয়েছে।

রোববার (৫ জানুয়ারি) থেকে সব কর্মকর্তা-কর্মচারীদের গাড়ি প্রবেশ করতে দেওয়া হচ্ছে।

সচিবালয়ের নয় তলা ভবনের পুড়ে যাওয়া চারটি তলা ছাড়া বাকি পাঁচটি তলায় অফিস শুরু করেছেন কর্মকর্তা-কর্মচারীরা।

এর আগে, আগুন লাগার পর থেকে উপদেষ্টা এবং সচিব ছাড়া অন্য কারও গাড়ি সচিবালয় প্রবেশ করতে দেওয়া হচ্ছিল না। আগুন লাগার পর থেকে ৭ নম্বর ভবনে গুরুত্বপূর্ণ ব্যক্তি ও তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তা ছাড়া কাউকে প্রবেশ করতে দিচ্ছিল না আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রোববার গিয়ে দেখা গেছে ভবনটিতে সবাই প্রবেশ করতে পারছেন।

এদিকে, বেলা সাড়ে ১১টার দিকে ৭ নম্বর ভবন পরিদর্শনে এসে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. হামিদুর রহমান খান বলেছেন, আগামী ১০ থেকে ১২ দিনের মধ্যে সচিবালয়ে পুড়ে যাওয়া ৭ নম্বর ভবনের চারটি ফ্লোরের সংস্কার কাজ সম্পন্ন হবে। ক্ষতিগ্রস্ত বাকি ফ্লোরের সংস্কার কাজ শেষ করতে ১০ থেকে ১২ দিন লাগবে।

তিনি বলেন, এ সময়ের মধ্যে আমরা করে দিতে পারবো ইনশাআল্লাহ। আমাদের ইঞ্জিনিয়ার সাহেবরা বলেছেন তারা ১০ থেকে ১২ দিনের মধ্যে করে দিতে পারবেন। আমরা চেষ্টা করবো যত তাড়াতাড়ি সংস্কার কাজ শেষ করা যায়।

সচিব বলেন, ৭ নম্বর ভবনে এখনও পানি সরবরাহ করা সম্ভব হয়নি। আশা করছি আজকের মধ্যে পানি সরবরাহ করা সম্ভব হবে।

বলা হচ্ছে বৈদ্যুতিক ‘লুস কানেকশন’ থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে- এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে হামিদুর রহমান খান বলেন, এটা অন্য জিনিস, এটা এখানে আলোচনার বিষয় নয়।

এই লুজ কানেকশনের জন্য দায়ীদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেওয়া হবে কিনা- জানতে চাইলে গণপূর্ত সচিব বলেন, সেটা তদন্ত কমিটি করবে।

এর আগে, বুধবার (২৫ ডিসেম্বর) রাত ২টার দিকে সচিবালয়ের সাত নম্বর ভবনে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট সেখানে যায়। প্রায় দশ ঘণ্টার চেষ্টায় আগুন পুরোপুরি নেভানো সম্ভব হয়।

আগুনে সাত নম্বর ভবনের ৬, ৭, ৮, ৯ এই চারটি তলা ক্ষতিগ্রস্ত হয়। এর মধ্যে অষ্টম ও নবম তলায় ক্ষতি হয়েছে বেশি, সেখানকার অধিকাংশ নথি পুড়ে যায়।

অগ্নিকাণ্ডের কারণে বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দিনের বেশিরভাগ সময় সচিবালয়ের অধিকাংশ ভবনে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকে। কর্মকর্তা-কর্মচারীরা সচিবালয়ে গেলেও দপ্তরে ঢুকতে না পেরে বেরিয়ে আসেন। সব মিলিয়ে সচিবালয়ের নিয়মিত কর্মকাণ্ড কার্যত বন্ধ ছিল।

আরটিভি/এমএ/এস

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পুরানা পল্টনের ভবনের আগুন নিয়ন্ত্রণে
পুরানা পল্টনে ভবনে আগুন
মিরপুরে গ্যারেজে আগুন, নিয়ন্ত্রণে ৩ ইউনিট
চট্টগ্রামে ৪ তলা ভবনে আগুন