• ঢাকা বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১
logo

‘জাতীয় পার্টি কোনো খেলনা না’

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৯ জানুয়ারি ২০১৮, ১৬:১৭

জাতীয় পার্টি কোনো খেলনা না। আমাদের ছাড়া আগামী নির্বাচনে কোনো দল ক্ষমতায় যেতে পারবে না। বললেন জাতীয় পার্টি চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

মঙ্গলবার দুপুরে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে জাতীয় পার্টির যৌথসভায় এসব কথা বলেন তিনি।

এরশাদ বলেন, ৩০০ আসনে প্রার্থী দেয়ার ক্ষমতা জাতীয় পার্টির আছে। এটাই আমার জীবনের শেষ নির্বাচন। মরার আগে জাতীয় পার্টিকে ক্ষমতায় রেখে যেতে চাই।

তিনি বলেন, বর্তমানে দেশের অবস্থা ভালো না। আমার ধারণা সামনে অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হতে পারে। আওয়ামী লীগ ও বিএনপির কাছে এদেশের মানুষ নিরাপদ নয়।

তিনি আরো বলেন, আমাদের দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধি করতে হবে। দুর্বলের সঙ্গে কেউ হাত মেলায় না। শক্তি বৃদ্ধি পেলে সবাই আমাদের সঙ্গে জোট করতে হাত এগিয়ে দেবে।

এসময় আগামী ১৫ ফেব্রুয়ারি ঢাকার জাতীয় পার্টির মহাসমাবেশে ৫ লাখ লোকের সমাবেশ করে ক্ষমতার জানান দিতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

সভায় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, কো-চেয়ারম্যান জি এম কাদের, প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশীদ, প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন বাবলু, বন ও পরিবেশমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী মুজিবুল হক চুন্নু, জাতীয় পার্টির ঢাকা মহানগর সদস্য ও সংসদ সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা, সংসদ সদস্য ফখরুল ইমাম প্রমুখ।

এসএস

আরও পড়ুন-

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ট্রাম্পের বিজয় যুক্তরাষ্ট্রের সঙ্গে বন্ধুত্ব আরও দৃঢ় করবে: জিএম কাদের
জাতীয় পার্টির অফিসে হামলার নিন্দা জানালেন রিজভী
শেখ হাসিনা ও কাদেরসহ ফ্যাসিস্ট নেতাদের ‘প্রতীকী ফাঁসি’ সোমবার
কোন পথে জাতীয় পার্টি