চালের দাম সহনীয় রাখতে প্রয়োজনে বিশেষ ওএমএস: অর্থ উপদেষ্টা
চালের দাম ক্রমেই বাড়ছে, এ অবস্থায় দাম সহনীয় রাখতে প্রয়োজনে বিশেষ ওএমএস (খোলাবাজারে চাল বিক্রি) চালু করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
মঙ্গলবার (৭ জানুয়ারি) সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
সালেহউদ্দিন আহমেদ বলেন, মধ্যস্বত্বভোগীদের কারণে যাতে চালের দাম না বাড়ে, সেটা আমরা দেখছি। এটা আমাদের মেজর কনসার্ন।
তিনি বলেন, চালের দাম একটু যখন বাড়ছিল, তখন আমি সঙ্গে সঙ্গে খাদ্য ও বাণিজ্য উপদেষ্টাকে বলেছি।
অর্থ উপদেষ্টা বলেন, উপদেষ্টা কমিটির সভায় খাদ্য মন্ত্রণালয়কে নন-বাসমতি সিদ্ধ চাল আমদানি করতে বলা হয়েছে। আমি তাদের বলেছি, আপনারা যেখান থেকে পারেন চাল আমদানি শুরু করেন। প্রয়োজনে বাফার স্টক করে রাখেন।
তিনি আরও বলেন, বাফার স্টক থাকা মানে সরকারের যদি একটা স্টক থাকে, তাহলে বাইরে যারা আছে তারা একটু সংযত হয়। দরকার হলে আমরা স্পেশাল ওএমএস করে দেব।
আরটিভি/আইএম/এআর
মন্তব্য করুন