• ঢাকা বৃহস্পতিবার, ০৯ জানুয়ারি ২০২৫, ২৫ পৌষ ১৪৩১
logo

নাফিজ সরাফাতের ২২ ফ্ল্যাটসহ প্লট ক্রোকের নির্দেশ

আরটিভি নিউজ

  ০৭ জানুয়ারি ২০২৫, ২৩:২৫
নাফিজ সরাফাত
ছবি: সংগৃহীত

পদ্মা ব্যাংকের (সাবেক ফারমার্স ব্যাংক) সাবেক চেয়ারম্যান চৌধুরী নাফিজ সরাফাতসহ তার পরিবারের সদস্যদের নামে থাকা ২২টি ফ্ল্যাট, ২টি বাড়িসহ সব প্লট ও জমি ক্রোকের নির্দেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (৭ জানুয়ারি) এ আদেশ দেন ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন। দুদকের উপপরিচালক মাসুদুর রহমানের পক্ষে এই আবেদনটির বিষয়ে যুক্তি তুলে ধরেন দুদকের পিপি মাহমুদ হোসেন জাহাঙ্গীর।

নাফিজ সরাফাতের বিরুদ্ধে ব্যাংক থেকে ৮৮৭ কোটি টাকা আত্মসাৎ এবং শেয়ার বাজার কেলেঙ্কারির অভিযোগও রয়েছে। অর্থপাচার প্রতিরোধ আইনে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)-ও তাঁর বিরুদ্ধে একটি তদন্ত করছে। এবছরের জানুয়ারিতে শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পদ্মা ব্যাংকের চেয়ারম্যান পদ থেকে সরে দাঁড়ান তিনি।

দুদক সূত্রে জানা গেছে, পদ্মা ব্যাংকের (সাবেক ফারমার্স ব্যাংক) সাবেক চেয়ারম্যান চৌধুরী নাফিজ সরাফাত, তাঁর স্ত্রী আঞ্জুমান আরা শহীদ ও ছেলে চৌধুরী রাহিব সাফওয়ান সারাফতের স্থাবর সম্পত্তি ক্রোকের আবেদন করেন দুদকের উপপরিচালক মাসুদুর রহমান।

কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা (বিএফআইইউ) এরমধ্যেই নাফিজ, তাঁর স্ত্রী, সন্তানের ব্যাংক হিসাবগুলো ফ্রিজ করেছে। গত অক্টোবরে দুদকের এক আবেদন গ্রহণ করে নাফিজ সরাফতের বিদেশ ভ্রমণেও নিষেধাজ্ঞা দেন ঢাকার একটি আদালত।

আদালতে জমা দেওয়া দুদকের প্রতিবেদন অনুযায়ী, চৌধুরী নাফিজ সরাফাতের নামে রাজধানীর গুলশানসহ বিভিন্ন এলাকায় ১০টি ফ্ল্যাট রয়েছে। গুলশান-২–এ রয়েছে ২০ তলাবিশিষ্ট একটি বাড়ি। এর বাইরে পূর্বাচলে সাড়ে সাত কাঠার একটি প্লট রয়েছে। এ ছাড়া গাজীপুর ও বাড্ডায় তাঁর ২৫ কাঠার জমি রয়েছে।

স্ত্রী আঞ্জুমান আরার নামে পান্থপথ, গুলশান, পল্লবী ও বসুন্ধরা আবাসিক এলাকায় ৬টি ফ্ল্যাট এবং বসুন্ধরা, নিকুঞ্জ, বাড্ডা ও গাজীপুরে ২১.২৫ শতাংশ সম্পদ আছে। অপরদিকে বনানী ও বারিধারায় ৭টি ফ্ল্যাট আছে তাদের ছেলে সাফওয়ান সরাফাতের নামে।

আরটিভি/এএইচ/এআর

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এস আলমের ছেলেসহ ৫৪ জনের বিরুদ্ধে মামলা করবে দুদক
শেখ পরিবারকে প্লট বরাদ্দে ক্ষমতার অপব্যবহারের প্রমাণ পেয়েছে দুদক
এমডি তাকসিমসহ ১০ জনের বিরুদ্ধে দুদকের মামলা
হাসিনা পরিবারের সদস্যদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেবে দুদক